POETRY: SHARAD NATUNPATA — BRATATI CHAKRABORTY

কবিতা — মিনতি / শারদ নতুনপাতা

ছোটদের বিভাগ

POETRY SHARAD NATUNPATA  BRATATI CHAKRABORTY

শারদ নতুনপাতা

কবিতা

মিনতি
ব্রততী চক্রবর্তী

হাওয়ায় দোলে কাশের বন, 
আকাশ মাখে সোনা! 
চলছে পুজো সেই আনন্দে
খুশির প্রহর গোণা! 
মণ্ডপেতে আলোর খেলা, 
বাজে ঢাকের বোল। 
সবাই মিলে উঠবে মেতে
খুশির কলরোল! 
তবুও বলি অসুরেরা হচ্ছে দলে ভারী। 
মা দুর্গাগো খড়্গ, কৃপাণ শানাও তাড়াতাড়ি। 
আদ্যিকালের তত্ত্ব ঘেঁটে কি হবে বল মা?
বর্তমানের দানবদের কে মারতে পারিস না? 
দানবদলনী নামটি তোর সত্যি কর মা। 
দুর্নীতি আর পাপের ছায়ার অন্ত করে যা।

Comments :0

Login to leave a comment