POETRY: Sharad Natunpata — ASHTAPADA MALIK

কবিতা — বড় পুজো / শারদ নতুনপাতা

ছোটদের বিভাগ

POETRY Sharad Natunpata  ASHTAPADA MALIK

শারদ নতুনপাতা

কবিতা 

বড় পুজো
অষ্টপদ মালিক

দূর -গাঁ থেকে ভেসে আসে
তাকুড় নাকুড় বোল
দুর্গাপুজো দুর্গাপুজো
খুশির তুফান তোল ।

মাঠে-ঘাটে সাদা সাদা
দোদুল দোলে কাশ
শিউলি ফোটে পদ্ম হাসে
শরৎ পুজোর মাস ।

নতুন পোশাক খুশির ভেলা
চনমনে মন 
সোনা আলো ঝিকিমিকি
খুশি সারাক্ষণ ।

পুজো আর উৎসব
মন করে আলো
আমরা সবাই মিলে মিশে
থাকি বেশ ভালো ।

Comments :0

Login to leave a comment