POETRY: Sharad Natunpata — DARPANA GANGOPADHAYA

কবিতা — শরৎ / শারদ নতুনপাতা

ছোটদের বিভাগ

POETRY Sharad Natunpata  DARPANA GANGOPADHAYA

শারদ নতুনপাতা

কবিতা

শরৎ 
দর্পণা গঙ্গোপাধ্যায়

শরৎ মানেই খুশির আকাশ
অলক মেঘের ভেলা
বৃষ্টি বিদায় কাশের চামর 
ঢাকের বাদ্যি- বেলা।

নতুন জামা নতুন কাপড়
পসরা সাজিয়ে মেলা
ছেড়া কাঁথা ঝাঁটা ন্যাতা
দারিদ্র্য ,ছিন্ন, হেলা।

ধনী লোকের চমক ধমক 
দাপিয়ে দাবিয়ে চলা 
সুযোগ পেলেই কমজোরীদের 
ছোটোকথা বলা ।

ধন দৌলত যতই থাকুক
বাটোয়ারা নেই ঠিক
দুগ্গা মা কি জানে এসব
সত্য কাহন সঠিক।।

Comments :0

Login to leave a comment