POETRY: Sharad Natunpata — ISHANI ROYCHOWDHARY

কবিতা — অসুর / শারদ নতুনপাতা

ছোটদের বিভাগ

POETRY Sharad Natunpata  ISHANI ROYCHOWDHARY

শারদ নতুনপাতা

কবিতা

অসুর

ঈশানী রায়চৌধুরী

ও দুগ্গি পিতিবছর অসুর ক'নে পাও?
মোদের দ‍্যাশে এত অসুর কমেনা একটাও।
সগ্গদেশে কি  পোলাপানের  ইসকুলটো নাই ? 
বইপুস্তক  শিকেয় তুলে
ঘুরতে আসার বাই।
দ‍্যাবতা যারা মাতায় বসে তারা মুখখু হলে,
মোদের ক‍্যানে পড়তি হবে এবারে যাস বলে।
সিংগিমামা কোতায় থাকে চিড়িয়া খানায় নাকি 
ধরতে গেলে ঘ‍্যাঁক করে সে কামড় বসায় নেকো?
ছোট্ট ইঁদুর তার পিঠে ঐ ভুঁড়ো বাবা গানুশ!
প‍্যাঁচা ক‍্যামনে দিনের বেলা ভক্কিবাজি ধুস !
হাঁসের পিঠে সরস‍্যতি বেড্ড বেশি মানায়,
গড় করি মা পরীক্ষে য‍্যান ভালোরকম ওতরায়।
ময়ুরখানা দিব্বি মানায় কাত্তিককে ভারি
বড় হলে কাটবো আমি ঐরকমের টেরি।
হাতি কলাগাছ খায় তাইকি ওটা গনেশদাদার বউ?
বউ কি তবে খাবার জিনিষ,বলতে পারো কেউ ?
এবছরে প‍্যান্টটা ছেঁড়া জামা হয়নে মোটে 
পরের বছর বাপে কইছে কিনবে একচোটে।
সামলে থাকিস দুগ্গি রে তুই তোর নিবিদ‍্য ভোজ
নজর দিছি, খিদের জালায়, ভাত  হয়নে  রোজ।

Comments :0

Login to leave a comment