POETRY: Sharad Natunpata — KALIDASS BHADRA

কবিতা — দুর্গা আসে দুর্গা যায় / শারদ নতুনপাতা

ছোটদের বিভাগ

POETRY Sharad Natunpata  KALIDASS BHADRA

শারদ নতুনপাতা

কবিতা

দুর্গা আসে দুর্গা যায় 
কালিদাস ভদ্র

দুর্গা আসে দুর্গা যায়
দোলে কাশের বন,
গাছে গাছে ফোটে ফুল
আকুল করে মন।

রেলপাড়ে ছোট্ট কুঁড়ে
পারুলবালার ঘর,
রাত থাকতে ওঠে রোজ
ছোট্ট পাখির ডাকে।

বাসনকোশন মাজতে যায়
এ বাড়ি সে বাড়ি,
পারুলবালা যায় না প‍্যান্ডেলে
পুজোর সাথে আড়ি।

দুমুঠো খাবার জন‍্যে
ভীষণ লড়াই তার,
দুর্গা আসে দুর্গা যায়
মুখটা বেজায় ভার!

Comments :0

Login to leave a comment