Coach bihar

মাটি খুঁড়তে গিয়ে সীমান্তে উদ্ধার মর্টার শেল

জেলা রাজ্য

অমিত কুমার দেব-কোচবিহার 

মাটি খুঁড়তে গিয়ে মর্টার শেল উদ্ধার কোচবিহার জেলার দিনহাটা ২ নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের ভারত - বাংলাদেশ সীমান্ত ঝিকড়ি গ্রামে। এই মর্টার শেলটি উদ্ধার করল বিন্নাগুড়ি আর্মি ক্যাম্প থেকে আসা বোম স্কোয়াডের প্রতিনিধিরা। ১৯৭১সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনা মর্টার শেলটি ব্যবহার করেছিল বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। 
স্থানীয় কৃষক হিতেন মোদক জানান, মঙ্গলবার ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী দিনহাটার ঝিকড়ি গ্রামে খাসের জমিতে ধানের বীজতলা তৈরির জন্য মাটি খুঁড়ছিলেন, এই সময় মর্টার শেলটি চোখে পড়ে তার। মাটি খুঁড়ে তা ওপরে তোলেন তিনি। কিন্তু এই বস্তুটি কি? তা বুঝে উঠতে পারেননি এই কৃষক। এরপর উদ্ধার হওয়া মাটি কাদা মাখা এই বস্তুটি নিয়ে তিনি বিএসএফ আধিকারিক এর কাছে গেলে, তিনিও বস্তুটি কি, তা আন্দাজ করতে না পেরে কৃষককে রেখে দিতে বলেন।  এরপর এই কৃষক তা পুকুরের জলে ভালো করে ধুয়ে দেখেন, তার মধ্যে বেশ কিছু লেখা রয়েছে। এরপর তিনি আবারও যান বিএসএফ আধিকারিক এর কাছে, এবার এই আধিকারিক বুঝতে পারেন যে এটি মর্টার শেল এবং তৎক্ষণাৎ কৃষককে দিয়ে নির্দিষ্ট স্থানে গর্ত করিয়ে এই মর্টার শেলটিকে এখানে রেখে, চারদিক বালি বোঝাই বস্তা দিয়ে ঘিরে রাখা হয়। খবর যায়, পুলিশের কাছে পুলিশের পক্ষ থেকেও এই বিষয়টির ওপর নজর রাখা হয়। এই মর্টার শেলটি  নিষ্ক্রিয় করার উদ্দেশ্যে পরবর্তীতে খবর দেওয়া হয় বিন্নাগুড়ি আর্মি ক্যাম্পে।


অবশেষে বুধবার দুপুরে পুলিশ ও বিএসএফের উপস্থিতিতে এই মর্টার শেলটি উদ্ধার করে তা নিষ্ক্রিয় করেন বিন্নাগুড়ি আর্মি ক্যাম্প থেকে আসা বোম স্কোয়াডের প্রতিনিধিরা বলে জানান দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মৈত্র। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। অবশেষে মর্টার শেলটি উদ্ধার করে নিষ্ক্রিয় করার পর স্বস্তি ফেরে গ্রামবাসীদের।

Comments :0

Login to leave a comment