QUZEE / NatunPata — AML KAR / 12 October - ANS.

বলতে পারো — অমল কর / সমাধান - ১২ অক্টোবর / নতুনপাতা

ছোটদের বিভাগ

QUZEE  NatunPata  AML KAR  12 October - ANS

বলতে পারো / নতুনপাতা 

অমল কর  

সমাধান - ১২ অক্টোবর

জিজ্ঞাসা
১) কোন্ দেশে প্রথম কবাডি খেলা শুরু? কোন্ দেশের জাতীয় খেলা কবাডি ?
কবে প্রথম বিশ্ব কবাডি প্রতিযোগিতা হয়?
২)কাকে বলা হয় লন টেনিসের 
"গ্ৰ্যান্ড স্ল্যাম"?
৩) কে কম সময়ে বিশ্বের সবচেয়ে বেশি ঝাল লঙ্কা খেয়ে বিশ্বরেকর্ড করেন?
৪) সৌদি আরবে কতগুলো নদী আছে?
৫) শামুকের কতগুলো দাঁত ?
৬)উপন্যাস লিখতে কতগুলো উপকরণ লাগে? কি কি?


সমাধান 
১) ভারত প্রথম কবাডি খেলার উদ্যোক্তা।
বাংলাদেশের জাতীয় খেলা কবাডি।
২০০৪ সালে প্রথম বিশ্ব কবাডি প্রতিযোগিতা শুরু হয়।তাতে ভারত বিজয়ী হয়।
২)লন টেনিস খেলায় কোনো খেলোয়াড় এক কেলেন্ডার বর্ষে উইম্বলডন,ইউএস ওপেন, অষ্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন বিজয়ী হলে তাঁকে গ্ৰ্যান্ড স্ল্যাম বিজয়ী বলা হয়।
৩)কানাডার মাইক জ্যাক ৫৯ সেকেন্ডে ৫০ টি বিশ্বের সবচেয়ে ঝাললঙ্কা ক্যালিফোর্নিয়ার 'রিপার' খেয়ে বিশ্বরেকর্ড করেন।
৪)সৌদি আরবে কোনো নদীই নেই ।
৫) শামুকের ১৪ হাজার দাঁত আছে।
৬) কাহিনি , চরিত্র চিত্রণ, মনস্তত্ত্ব বিশ্লেষণ, বাস্তবতা , সংলাপ রচনা
এবং জীবনদর্শনের আভাস __এই ছয়টি উপকরণ উপন্যাস রচনায় প্রয়োজন।

Comments :0

Login to leave a comment