কৃষককে হটিয়ে কৃষিতে কর্পোরেটের দখল নিশ্চিত করাই লক্ষ্যে। তিন কৃষি আইন বাতিল হয়েছে। এবার আরও মারাত্মক কৌশল নিয়েছে কেন্দ্র। পেশ হয়েছে কৃষি বিপণন জাতীয় নীতি কাঠামোর খসড়া। রুখতে হবে এবারের আক্রমণও।
কৃষি বিপণন খসড়া প্রত্যাহারের দাবি তুলে এই মর্মে সরব হয়েছে সিপিআই(এম) ২৪তম পার্টি কংগ্রেস।
উল্লেখ্য, কৃষি এবং শ্রমজীবীর পক্ষে নীতির দাবিতে ২০ এপ্রিল কলকাতায় ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে চার সংগঠন। কৃষিকে কর্পোরেটের জন্য অবাধ করার বিপক্ষে রাজ্যজুড়ে চলছে প্রচার।
প্রস্তাবে বলা হয়েছে, কেন্দ্রের খসড়ায় বেসরকারি মালিকানায় পাইকারি বাজার, সরাসরি কর্পোরেটের হাতে কৃষি পণ্য কেনার ক্ষমতা, চালু কৃষি বাজারের জায়গায় কর্পোরেট নিয়ন্ত্রিত গুদাম, কর্পোরেটের জন্য সব রাজ্যে কৃষি ব্যবসার অবাধ অনুমতির কথা বলা হয়েছে।
বলা হয়েছে, কর্পোরেট সর্বদা চায় সবচেয়ে কমদামে কৃষকের থেকে ফসল কিনে তার প্রক্রিয়াকরণ করে চড়া দামে বেচতে। বিপুল মুনাফা করতে।
বলা হয়েছে, কর্পোরেট এবং আন্তর্জাতিক লগ্নি পুঁজি কৃষকদের জন্য ফসলের ন্যূনতম দাম নীতির তুমুল বিরোধী এই কারণেই। কেন্দ্রের বিজেপি সরকার কর্পোরেট লুটের পক্ষে সহায়ক বন্দোবস্ত করতে অতি আগ্রহী। যে কারণে কৃষকের আত্মহত্যা, ঋণগ্রস্ততা এবং নিঃস্বায়নের মাত্রা বাড়ছে।
প্রস্তাবে বলা হয়েছে, এই খসড়ার বিরুদ্ধে দেশজুড়ে হাজার হাজার কৃষক প্রতিলিপি পুড়িয়েছেন সংযুক্ত কিসান মোর্চার ডাকে। হরিয়ানা এবং পাঞ্জাবে দুই মহাপঞ্চায়েতে ৭৫ হাজারের বেশি কৃষিজীবী সমবেত হয়েছেন। এই সংগ্রাম তীব্রতর করতে হবে। কৃষি বিপণন জাতীয় নীতি কাঠামোর খসড়া বাতিল না হওয়া পর্যন্ত চলবে লড়াই।
পার্টি কংগ্রেসে পাশ হয়েছে এলজিবিটিকিউআই প্লাস ব্যক্তিবর্গের সমান অধিকার ও মর্যাদার দাবিতে প্রস্তাব। গৃহীত হয়েছে যুবদের নিষিদ্ধ মাদক দিয়ে নেশাগ্রস্ত করার বিপক্ষে লড়াইয়ের আহ্বানে প্রস্তাব। মহিলা এবং নারীদের বিপক্ষে হিংসার ক্রমবৃদ্ধির বিপক্ষে প্রস্তাব, ইউজিসি’র খসড়ার পক্ষে প্রস্তাবও।
Party Congress
কৃষিতে কর্পোরেট দখলদারির খসড়া নীতি বাতিলের দাবিতে প্রস্তাব পার্টি কংগ্রেসে

×
Comments :0