বিশ্ববিদ্যালয়ের হস্টেলে র্যাগিং, তার জেরে আত্মহত্যা ছাত্রের। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু ঘিরে র্যাগিংয়ের অভিযোগ তীব্র। মালদহের গাজোল ব্লকের উত্তর মার্ডি স্নাকোত্তরের প্রথম বর্ষে ভর্তি হয়েছিল। আত্মঘাতী হয়েছেন তিনি। শুক্রবার তাঁর বাড়িতে গেলেন বামপন্থী ছাত্র-যুব সংগঠনের নেতৃবৃন্দ। ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের নেতারাও।
মালদহের গাজোল ব্লকের কচুয়া গ্রামের বাসিন্দা উত্তম মার্ডি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর প্রথম বর্ষের ছাত্র। পরিবার জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে র্যাগিংয়ের শিকার হন উত্তম। বাড়ি ফিরে আসেন তিনি। আত্মহত্যা করেন গত সোমবার।
এ বছরেরই আগস্টে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্রের মৃত্যু ঘিরে সারা রাজ্যে তোলপাড় হয়েছে। র্যাগিং বন্ধের দাবিতে রাজ্যজুড়ে আন্দোলন তীব্র করেছে এসএফআই। অপরাধীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন বিভিন্ন অংশের নাগরিকরা। বিভিন্ন প্রতিষ্ঠানে র্যাগিংয়ের ঘটনা সামনে এসেছে। কিন্তু বন্ধ হচ্ছে না ভয়ঙ্কর নির্যাতন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় তীব্র ক্ষোভ রয়েছে।
এদিন প্রতিনিধি দলে এসএফআই’র জেলা সভাপতি কৌশিক মৈত্র, সম্পাদক চিরঞ্জিত মন্ডল, ব্লক সম্পাদক কমল রায়, ডিওয়াইএফআই’র জেলা সম্পাদক পোদ্দার, ব্লক সভাপতি নিশীথ দেবনাথ, গণআন্দোলনের নেতা এবং প্রাক্তন বিধায়ক সাধু টুডু ছিলেন।
প্রতিনিধি দল মৃত ছাত্রের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। তাঁরা পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন। সমবেদনা জানানোর পাশাপাশি অপরাধীদের কঠোর শাস্তির লড়াইয়ে সঙ্গে থাকার আশ্বাস দেন।
Comments :0