TATA steel plant accident injured 19

ওডিশায় টাটা স্টিল কারখানায় দুর্ঘটনা, আহত ১৯

জাতীয়

ওডিশার মারামান্ডালির টাটা স্টিল প্ল্যান্টের ব্লাস্ট ফার্নেস থেকে বাষ্প নির্গত হয়ে আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন শ্রমিক। যদিও এখন পর্যন্ত কতজন আহত হয়েছে টাটার পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু জানান হয়নি। টাটার পক্ষ থেকে জানান হয়েছে ‘বিএফএফপিডি পাওয়ার প্ল্যান্টে একটি দুর্ঘটনা হয়েছে’। ওডিশা পুলিশ জানিয়েছে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কটকের বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। 


মঙ্গলবার দুপুর ১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পুলিশের দাবি ব্লাস্ট ফার্নেস ফেটেই এই দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকা ঘিরে রেখেছে পুলিশ। কিভাবে বিষ্ফোরণ ঘটল তার তদন্ত শুরু হয়েছে।

Comments :0

Login to leave a comment