Titumir College Dhaka

আন্দোলন তুলে নিলেন তিতুমীর কলেজের ছাত্রছাত্রীরা

আন্তর্জাতিক

মীর আফরোজ জামান: ঢাকা

কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবিতে আন্দোলন জারি রেখেছিলেন তিতুমীর কলেজের ছাত্রছাত্রীরা। আগামী ৭ দিনের মধ্যে পদক্ষেপ নেবে সরকার, এই আশ্বাসে অনশন ভাঙলেন কলেজের ছাত্রছাত্রীরা। এদিন রাতে শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব নুরুজ্জামান ও সরকারি তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা মন্ডলের উপস্থিতিতে ছাত্রছাত্রীরা অনশন ভাঙেন। অনশনরত ছাত্রছাত্রীরা জুস পান করে অনশন তুলে নেন। আন্দোলনরত পড়ুয়ারা বলেন, আন্দোলনে অনেক পরীক্ষার্থী অংশ নিয়েছেন। মঙ্গলবার সাতটি কলেজের স্নাতক শ্রেণির একটি বর্ষের চূড়ান্ত পরীক্ষা বয়েছে। সেটি স্থগিত করার দাবি জানালে অধ্যক্ষ বলেন, বিষয়টি আমার ক্ষমতার বাইরে।
সোমবার সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ পূর্ণ ‘শাটডাউন‘ ঘোষণা করেছেন তাঁরা। 
সোমবার দুপুর সোয়া বারোটার দিকে কলেজের ভেতর থেকে শতাধিক শিক্ষার্থীর একটি মিছিল কলেজের সামনের সড়ক বন্ধ করে দেয়। 
পরে ছাত্রছাত্রীরা মহাখালী ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধের প্রস্তুতি নেন। এই অবরোধ ঘিরে পুরো এলাকায় বিপুল সংখ্যায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। মহাখালী আমতলী মোড়ে প্রস্তুত রাখা হয়েছে পুলিশের জলকামান। এ নিয়ে টানা পঞ্চম দিন কলেজের সামনের সড়ক অবরোধ করলেন শিক্ষার্থীরা।
চলমান এই আন্দোলনে যুক্ত এক শিক্ষার্থী বলেন যে মোট ১০ শিক্ষার্থী অনশন করছেন। এর মধ্যে ৬ জন আমরণ অনশন করছেন। ৩ জন হাসপাতালে আছেন।
রবিবার বিকেলে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছিলেন যে সময়সীমা বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয় করার দাবি যৌক্তিক নয়। শিক্ষা উপদেষ্টার এই মন্তব্য প্রত্যাখ্যান করে সন্ধ্যা সোয়া ৬টার দিকে মহাখালীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
গত বৃহস্পতিবার তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসের মূল ফটকের সামনে অনশন ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সেদিন বেলা সাড়ে ১১টা থেকে রাত ৪টা পর্যন্ত কলেজের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। শুক্রবারও তাঁরা সড়ক অবরোধ করেন। 

এদিন বিকেলে, মহাখালী রেল ক্রসিংয়ে রেল লাইন অবরোধ করেছেন তিতুমীর কলেজের ছাত্র ছাত্রীরা। স্থানীয় সময় বিকেল পৌনে চারটে নাগাদ তিতুমীর কলেজের সামনে থেকে মিছিল সহ তাঁরা রেললাইনে অবস্থান নেয়। অবরোধের পর পড়ুয়া আলি আহমেদ মাইকে ঘোষণা করে বলেন,  প্রধান উপদেষ্টা বা শিক্ষা উপদেষ্টাকে কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার  কথা ঘোষণা করেতে হবে। না হলে আমরা রেললাইন ছাড়বো না, আমাদের একটাই দাবি। অবরোধ ঠেকাতে রেললাইন সহ মহাখালীর রাস্তায় চার প্লাটুন বিজিবি মোতায়ন রয়েছে।

Comments :0

Login to leave a comment