india vs england test series

ম্যানচেস্টারের তৃতীয় দিনে রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া থাকবে ম্যাচে

খেলা

গত বৃহস্পতিবার ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় দিনে ওল্ড ট্র্যাফোর্ডে কঠিন বোলিংয়ের সামনে পড়তে হয়েছিল ভারতকে। ৩৫৮রানে ভারত অলআউট হয়ে যাওয়ার পর বর্তমানে ২উইকেট হারিয়ে ইংল্যান্ডের স্কোর ২২৪। ক্রিজে রয়েছেন অলিভ পোপ ( ২০রান ) এবং জো রুট ( ১১রান )। । শুক্রবার ম্যানচেস্টারে বৃষ্টির সম্ভাবনা নেই।  রৌদ্রকরোজ্জ্বল আকাশ দেখতে পাওয়া যাবে। খেলার শুরুর স্থানীয় সময় সকাল ১১টায় ( ভারতীয় সময় দুপুর ৩:৩০টে ) তাপমাত্রা থাকতে পারে প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। তবে এই পিচে শুক্রবার সুবিধা পেতে পারে পেসাররা । ফলে বুমরা , সিরাজদের কাছে সুযোগ থাকবে যত দ্রুত সম্ভব উইকেট তুলে নেওয়া। পরবর্তীতে পিচে হালকা টার্নের প্রভাব থাকায় স্পিনার কুলদীপকে ব্যবহারের কথাও ভাবতে পারেন কোচ গৌতম গম্ভীর। 

Comments :0

Login to leave a comment