কলকাতার দুই জায়গা থেকে উদ্ধার দুজনের দেহ। মঙ্গলবার সকালে দক্ষিণ কলকাতার ল্যান্সডাউন রোডের ফুটপাথ থেকে উদ্ধার হয় এক যুবকের দেহ। স্থানীয়দের পক্ষ থেকে জানানো হয়েছে সকাল ৭টা নাগাদ শরৎ বোস রোর্ডের ফুটপাথে দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় একজন চা বিক্রেতা। তিনি দেখতে পেয়ে বাকিদের খবর দেয়। থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। জানা গিয়েছে দেহের পাশে একটি পাথর পড়েছিল। তবে ওই চা বিক্রেতা জানিয়েছেন পাথরের গায়ে কোন রক্ত লেগেছিল না। পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। পাথরটি নিয়ে যাওয়া হয়েছে পরীক্ষার জন্য। যেই আবাসনের সামনে এই ঘটনা ঘটেছে সেই আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। মৃত যুবকের কোন পরিচয় এখনও জানা যায়নি।
অন্যদিকে বেলগাছিয়ায় উদ্ধার হয়েছে একজন অজ্ঞাত পরিচয় ব্যাক্তির দেহ। উল্টোডাঙা থানায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন সকালে দেহ দেখতে পায় একজন অজ্ঞান হয়ে পড়ে আছেন। পুলিশে খবর দিলে ওই ব্যাক্তিকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
Crime
শহরে উদ্ধার দুজন অজ্ঞাত পরিচয়ের দেহ

×
Comments :0