সিপিআই(এম)’র দুই প্রস্তাবিত প্রার্থীকে তুলে নিয়েছিল পুলিশ। তৃণমূলের দুষ্কৃতীবাহিনী মনোনয়নে বাধা দিতে এসে প্রতিরোধের মুখে পড়েছিল তার আগেই। জেল হেপাজতে যেতে হয়েছিল রানিনগরের দুই প্রস্তাবিত প্রার্থী রাশিকুল ইসলাম এবং আব্দুল আলিমকে। মঙ্গলবার জামিন পেলেন দু’জনেই। জমা দেবেন মনোনয়নও।
শুক্রবার ইসলামপুরে মনোনয়ন প্রক্রিয়ায় বাধা দিতে এসে প্রতিরোধের মুখে পড়ে তৃণমূল। সেই ঘটনায় মিথ্যা মামলা দায়ের করে গ্রেপ্তার করা হয় রানিনগর থেকে জেলা পরিষদ আসনে প্রস্তাবিত প্রার্থী রাশিকুল ইসলাম ওরফে মুকুল ও রানিনগর ১ পঞ্চায়েত সমিতির সিপিআই(এম)’এর প্রস্তাবিত প্রার্থী আব্দুল আলিমকে। রবিবার দুপুরে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় রাশিকুল ইসলাম ও আব্দুল আলিমকে।
সোমবার আদালতে পেশ করে জেল হেপাজতের নির্দেশ দেয় আদালত। মঙ্গলবার লালবাগ আদালত থেকে জামিন পেলেন দুজনেই। এদিন ইসলামপুরে জেল থেকে মুক্ত পার্টিকর্মীদের অভিনন্দন জানান ইকবাল হক সহ পার্টি নেতৃবৃন্দ। ইকবাল হক বলেন, তৃণমূল হারবে বুঝেই মিথ্যা মামলার আশ্রয় নিচ্ছে। জেল থেকে মুক্ত হওয়া দুই প্রার্থী বুধবারই মনোনয়ন জমা দেবেন।
Comments :0