Panchayat Election

বাম প্রার্থীর প্রচারে ব্যাপক সারা পুরুলিয়ায়

জেলা

Panchayat Election

[ad}

মানুষের জন্য কাজ করার সদ ইচ্ছা থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। বামফ্রন্ট সরকার আসার পর পঞ্চায়েত নির্বাচন করা হয়েছে নিয়মিত সময় অনুযায়ী। সমাজের একদম প্রান্তিক মানুষদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছিল। এলাকার উন্নয়নে সামিল হতেন এলাকারই মানুষজন। হয়েছিল ভূমি সংস্কার। হয়েছিল বর্গা আন্দোলন। ভূমিহীন মানুষ জমি পেয়েছিলেন। মানুষ পঞ্চায়েতে যেতেন কিছু পাবার আশায়। কিন্তু এই সরকার আসার পরে মানুষের থেকে অনেক দূরে সরে গেছে পঞ্চায়েত। শাসক দলের লোকেদের লুঠপাঠের জায়গা এখন পঞ্চায়েত। মানুষ এখন আর পঞ্চায়েতে যায় না। 

[ad}

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জেলা জুড়ে শুরু হয়েছে বামফ্রন্ট প্রার্থীদের প্রচার। রবিবার পুঞ্চা ব্লকের কেঁদা অঞ্চল জুড়ে কেঁদা গ্রাম পঞ্চায়েত এলাকার সিপিআই(এম) প্রার্থীরা মিছিল করেন। পাশাপাশি চলে বাড়ি বাড়ি প্রচার। মিছিলে ছিলেন সিপিআই(এম) জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ত্রিদিব চৌধুরী সহ অনিল মাহাতো ,অম্বরিশ মাহাতো প্রমূখ। গ্রামে গ্রামে ঢোকার পর ঘরের থেকে মানুষ বেরিয়ে এসে স্বাগত জানিয়েছেন প্রার্থীদের। পা মিলিয়েছেন তারাও মিছিলে। তাঁরা জানিয়েছেন এবার লড়াই দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ার।

[ad}

Comments :0

Login to leave a comment