SFI

‘ভয় মুক্ত ক্যাম্পাসের’ দাবিতে কনভেনশন এসএফআইয়ের

কলকাতা

‘ভয় মুক্ত ক্যাম্পাস’ এই বিষয়কে সামনে রেখে কলকাতার মহাবোধি সোসাইটিতে কনভেনশন করলো এসএফআই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। কনভেনশনের উদ্বোধন করেন এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস। বক্তব্য রাখেন দীপ্সিতা ধর।

কনভেনশনে উপস্থিত ছিলেন সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির সাধারণ সম্পাদক মারিয়াম ধাওলে। তিনি বলেন, ‘‘ন্যায় বিচারের দাবিতে রাজ্যে যেই আন্দোলন চলছে তা গোটা দেশের কাছে প্রমান তৈরি করেছে যে মানুষ ঐক্যবদ্ধ হলে সরকার নড়ে যেতে পারে। লিঙ্গ সমতার দাবিতে লড়াই শুধু মহিলাদের জন্য নয়। সামজের সব অংশের মানুষ এই লড়াইয়ের সাথে যুক্ত। লিঙ্গ সমতার আসল কথা হচ্ছে সবার জন্য সমান আইন, সবার জন্য এক বিচার। এই ক্ষেত্রে কোন ভেদাভেদ হওয়া উচিত নয়।’’

এছাড়া বক্তব্য রাখেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী, ফুয়াদ হালিম এবং উৎপল ব্যানার্জি, মৌমিতা আলম, অধ্যাপক আভা দেব হাবিব।

এদিন এসএফআই কলকাতা জেলার ডাকে কলেজ স্ট্রীট মেডিকেল কলেজ থেকে এনআরএস মেডিকেল কলেজ পর্যন্ত বেলা ২-২:৩০টে নাগাদ মিছিল হয়। সেখানে ছিলেন ময়ূখ বিশ্বাস, দীপ্সিতা ধর, সৃজন ভট্টাচার্য থাকবে মিছিলে।  

Comments :0

Login to leave a comment