Birbhum Nalhati

পঞ্চায়েত নির্বাচনের আগেই শাসক শিবিরে ভাঙন! নলহাটিতে

জেলা

Birbhum Nalhati শীতগ্রাম পঞ্চায়েতের বাঁধখালা গ্রাম সভায় উপস্থিত গ্রামবাসীরা। ছবি: রুহুল আমিন।

তৃণমূল যে চোর ডাকাতের দল সেটা আগে জানলে কখনোই তাদের ক্ষমতায় আনতাম না। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে আমাদের ভুল বুঝিয়ে দলে এনে বিনা ভোটে জবর দখল করে শীতল গ্রাম পঞ্চায়েত। তার পর থেকে একশোদিনের কাজের টাকা, আবাস যোজনার ঘরের টাকা এ ছাড়াও  তোলাবাজি করে আমাদের সর্বস্য লুট করে নিজেদের গাড়ি বাড়ি করেছে তৃণমূলের প্রধান থেকে সদস্যরা। ফলে আমাদের মত গরিব মানুষরা সব দিক থেকে বঞ্চিত হয়েছি। আমরা তৃণমূলের উপর বীতশ্রদ্ধ হয়ে সিদ্ধান্ত নিলাম ওই দল আর করবোনা। এখন থেকে আমরা সিপিআই(এম)’র হয়েই পঞ্চায়েত নির্বাচনে কাজ করার অঙ্গীকার করলাম। এমনি অভিযোগ করে তৃণমূল ছাড়লেন নলহাটি-২ ব্লকের শীতলগ্রাম পঞ্চায়েতের বাঁধখালা গ্রামের ৪০ টি পরিবার।


আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে একটি গ্রাম সভা হয় মঙ্গলবার সিপিআই(এম) লোহাপুর এরিয়া কমিটির ডাকে বাঁধখালা গ্রামে। সেখানে আনুষ্ঠানিক ভাবে তৃণমূল থেকে ফিরে আসা ৪০ জনের হাতে লাল ঝান্ডা তুলে দেন পার্টি নেতা খায়রুল হাসান, আব্দুস সালাম প্রমূখ। সেখানে নেতৃবৃন্দ তাঁরের অভিনন্দন জানানিয়ে বলেন, তৃণমূল দলের কোন নীতি আদর্শ বলে কিছু নেই। তারা যদি সত্যি গণতন্ত্রকে বিশ্বাস করতো তাহলে এই ভাবে খুন সন্ত্রাস করে বর্তমানে রাজ্য জুড়ে মনোনয়নে বিরোধীদের বাধা দিতো না। বুথ বুথে প্রতিরোধ আন্দোলন গড়ে এই চোর তৃণমূলকে রাজ্য থেকে উৎক্ষাত করে মানুষের পঞ্চায়েত গড়ে তুলতে হবে। 

Comments :0

Login to leave a comment