Ariyadaha tmc clash

সিকিম সীমান্ত থেকে গ্রেপ্তার আড়িদহ কান্ডের মূল অভিযুক্ত জয়ন্ত সিং

জেলা

ক্লাবের জমি নিয়ে বিবাদের জেরে আড়িয়াদহে তৃণমূলের যুব নেতা অরিত্র সিং ওরফে বুম্বার উপর হামলার অভিযোগ উঠেছিল তৃণমূলেরই অপর পক্ষের বিরুদ্ধে। গত ২৯ জুন দুপুরে বুম্বাকে প্রকাশ্যে রাস্তায় ফেলে মারধরের পাশাপাশি তাকে লক্ষ্য করে গুলিও চালানো হয় বলে অভিযোগ করে বুম্বা। ঘটনার প্রায় দু সপ্তাহ পর অবশেষে গ্রেপ্তার হলো মূল অভিযুক্ত জয়ন্ত সিং সহ আট জন। 

মঙ্গলবার রাতে পশ্চিমবঙ্গ এবং সিকিম সীমান্ত থেকে তাদের কালিম্পং এবং দক্ষিণেশ্বর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। ঘটনার পর ধৃতরা প্রথমে তারাপীঠ যায়। সেখান থেকে মূর্শিদাবাদ, বেনারস, বিহার হয়ে গ্যাংটক পৌঁছায়। সেখানে কয়েকদিন থাকার পর মঙ্গলবার তাঁরা দার্জিলিং ফিরছিল। গোপন সূত্রে খবর পেয়ে রাস্তায় নাকা তল্লাশি শুরু করে পুলিশ। পশ্চিমবঙ্গ এবং সিকিম সীমান্ত থেকে দুটি গাড়িতে থাকা জয়ন্ত সহ তাঁর সাত সঙ্গীকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাদের কালিম্পং আদালতে তোলা হয়। ট্রানজিট রিমান্ডে বৃহস্পতিবার তাদের দক্ষিণেশ্বরে আনা হয়েছে। শুক্রবার তাদের ব্যারাকপুর আদালতে তোলা হবে। 

Comments :0

Login to leave a comment