PANCHAYAT ELECTION JHARGRAM

সিপিআই(এম)’র চাপে পুলিশ তৎপর ঝাড়গ্রামে

রাজ্য জেলা

CPIM TMC BJP RSS WEST BENGAL PANCHAYAT ELECTION BENGALI NEWS  JHARGRAM

মোটের উপর শান্তিপূর্ণ ভোট চলছে ঝাড়গ্রাম জেলা জুড়ে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দুপুর ১টা অবধি জেলার ২টি বুথ থেকে অশান্তির খবর মিলেছে। যদিও দুটি ক্ষেত্রেই সিপিআই(এম)’র চাপে পুলিশ তৎপর হয়। ফের বুথ দুটিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। 

জেলা থেকে পাওয়া খবর অনুযায়ী, বিনপুর-১ ব্লকের লালগড় অঞ্চলে ১৩ নম্বর পুন্নাপানি বুথে দলবদ্ধ ভাবে শবর সম্প্রদায়ের মানুষ ভোট দিতে যাচ্ছিলেন। সেই সময় তাঁদের উপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা। তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হলে প্রতিরোধ হয়। এরপর সিপিআই(এম)’র তরফে এসডিপিও’কে অভিযোগ করা হলে বিশাল পুলিশ বাহিনী এসে তৃণমূলের বাহিনীকে এলাকা থেকে সরিয়ে দেয়। ফের ওই বুথে স্বাভাবিক ভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। 

এর পাশাপাশি ঝাড়গ্রাম ব্লকের বাঁশঝোড়া অঞ্চলের নারায়ণগড় বুথ থেকেও অশান্তির খবর মিলেছে। যদিও এখানেও সিপিআই(এম)’র হস্তক্ষেপে পুলিশ ব্যবস্থা নিয়েছে বলে খবর। 

প্রসঙ্গত, ঝাড়গ্রাম জেলায় মোট ১০০৭টি গ্রাম পঞ্চায়েত আসন, ২১০টি পঞ্চায়েত সমিতি আসন এবং ১৯টি জেলা পরিষদ আসনে নির্বাচন চলছে। 

Comments :0

Login to leave a comment