CYCLONE

বাংলাদেশে আছড়ে পড়বে সাইক্লোন মিধিলি

খেলা

cyclone india bangladesh Maldives imd storm midhili bengali news

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ পরিণত হবে সাইক্লোনে। ভারতীয় উপকূল ছাড়িয়ে সেই ঝড় হানা দেবে বাংলাদেশে। বৃহস্পতিবার ভারতীয় আবহাওয়া দপ্তর বা আইএমডি’র তরফে এমনটাই জানানো হয়েছে। 

এদিন আইএমডি’র বুলেটিনে বলা হয়েছে, নিম্নচাপ দ্রুত গভীর নিম্নচাপের রূপ নিচ্ছে, এবং উত্তর-উত্তরপূর্ব দিকে ঘন্টায় ১৭ কিলোমিটারের গতিবেগে এগোচ্ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এখন বিশাখাপত্তনমের ৩৯০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে, এবং পারাদ্বীপের ৩২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছে নিম্নচাপ। নিম্নচাপটি সাইক্লোনে পরিণত হলে তার নাম হবে মিধিলি। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী, এইবারে সাইক্লোনের নামকরণ করেছে মালদ্বীপ। 

বুলেটিনে হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-উত্তরপূর্ব দিকে এগোনর সম্ভাবনা নিম্নচাপটির। আগামী ২৪ ঘন্টায়, বা শুক্রবারের মধ্যে তা সাইক্লোনে পরিণত হবে। শনিবার ভোরে এই ঝড় বাংলাদেশের মংলা এবং খেপুপাড়া অঞ্চলে আছড়ে পড়তে পারে। সেই সময় ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় ৫৫-৬৫ কিলোমিটার। ঝোড়ো হাওয়া বইতে পারে ৭৫ কিলোমিটার প্রতিঘন্টা বেগে। 

আইএমডি’র বুলেটিন বলছে, নিম্নচাপের ফলে ওডিশা উপকূলের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টিপাত হবে। ৪০-৭০ কিলোমিটার প্রতিঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই অবস্থায় মৎসজীবীদের ১৮ নভেম্বর অবধি গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। 

Comments :0

Login to leave a comment