শনিবার এফএ কাপের ফাইনালে নামবে ম্যানচেস্টার সিটি এবং ক্রিস্টিয়াল প্যালেস। এই মরশুমে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে মুখ থুবড়ে পড়েছে পেপ গার্দিওলার দল ম্যানসিটি। তাই এই ট্রফিটি জিততে বদ্ধপরিকর সিলভা , হাল্যান্ডরা। পরের মরশুমে সম্ভবত দল ছাড়তে পারেন গার্দিওলা। তাই তার আগে এই ট্রফিটি ক্লাবে দিয়ে যেতে চান পেপ। রিয়াল মাদ্রিদ , ম্যানচেস্টার ইউনাইটেড একের পর এক দলের কাছে হেরেছে ম্যানসিটি। কাজে আসেনি গার্দিওলার কোনো পরিকল্পনাই। তাই ২০২৩ এর পর ফের একবার এই ট্রফিটি জিতে নিজেদের অষ্টম এফএ কাপ ঘরে তুলতে চায় ' দ্যা স্কাই ব্লুজ ' রা। অন্যদিকে অস্ট্রিয়ান কোচ অলিভার গ্লাসেনের অধীনে সকলকে অবাক করে দিয়েই ফাইনালে উঠেছে ক্রিস্টিয়াল প্যালেস। এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল সুযোগ পাবে ইউরোপা লিগ খেলার। তাই নিজেদের প্রথম ইউরোপিয়ান প্রতিযোগিতা খেলতে মরিয়া তারা। বর্তমানে ৫১পয়েন্ট নিয়ে একাদশ স্থানে রয়েছে ক্রিস্টিয়াল প্যালেস। তারা তাদের প্রিমিয়ার লিগের ইতিহাসে সবথেকে সেরা ফলাফলের থেকে আরো মাত্র ২পয়েন্ট দূরে রয়েছে। এসবেরই কৃতিত্ব গ্লাসেনের। ৫০বছরের এই অস্ট্রিয়ান সকলের নজরে আসেন ২০২১-২২ এবং ২২-২৩ মরশুমে। সেই মরশুমে জার্মান ক্লাব ফ্র্যাঙ্কফুর্টকে ইউরোপ লিগ এবং ২২-২৩ মরশুমে ডিএফবি পোকাল কাপ জিতিয়েছিলেন তিনি। ২০২৪এ দায়িত্ব নেন ' দ্যা ঈগলসদের ' (সমর্থকরা ভালোবেসে ক্রিস্টিয়াল প্যালেসকে এই নামেই ডাকেন )। চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী বেন চিলউইল লোনে রয়েছেন এই দলে। তার সঙ্গে জেফারসন , ম্যাথিউসের মত খেলোয়াড়রা মূলত গ্লাসেনের মন্ত্রেই উজ্জীবিত ফুটবল খেলছেন। এই মরশুমে ইতিমধ্যেই ইতালিয়ান কাপের ফাইনালে ঘটে গেছে অঘটন। এসি মিলানকে হারিয়ে ৫০বছর পর ট্রফি জিতেছে বোলোগনা। তাই সেই অঘটনের প্রতাশ্যায় শনিবার নামবে ক্রিস্টিয়াল প্যালেস।
FA CUP FINAL
ক্রিস্টিয়াল প্যালেসকে প্রথম বড় শিরোপা জেতাতে চান গ্লাসনের
.jpeg)
×
Comments :0