ইচ্ছে — নতুনপাতা, বর্ষ ৩
ইতি — শিক্ষা
মনীষ দেব
রবিঠাকুর এলেন — পঁচিশে বৈশাখ এলো, না পড়া হলে না 'সহজ পাঠ' পাঠশালা বন্ধ। শিক্ষার ছুটি হয়ে গেছে — অনির্দিষ্টকালের জন্য না চিরকালের জন্য কেউ জানে না! — না, মন্ত্রী জানে না! — না, সান্ত্রী জানেনা! — না, চৌকিদার জানে না! — গুরুমশাই জানে না! — কোতোয়াল জানে না! — মা জানে না! — বাবা জানে না!
কে জানে বল দেখি দাদা? — লেঠেলরা সব জানে — দাদা বলে, আরও বলে জানে — সব্বাই। শুধু ঠ্যাঙানির ভয়ে কাঁপছে সবার শিরদাঁড়া। তাই কুলুপ এটেছে পাড়া —
ছায়ার ঘোমাটা মুখে টানি
আছে আমাদের পাড়াখানি।
ইস্কুলে আর যায় না ছেলের দল। পাড়ায় নেই কো পড়ার কোলাহল। ইস্কুলে তালা ঝুলেছে আগেই, এবার শিক্ষকের চাকরি হয়েছে চুরি ভূড়ি ভূড়ি।
ইতি — শিক্ষা ।
Comments :0