ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে সংগঠনের ২০তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে রবিবার দক্ষিণবঙ্গের আটটি জেলাকে নিয়ে দিনরাতের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের রানাপাড়া ফুটবল মাঠে। ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে ব্যাপক উদ্দীপনা রয়েছে এলাকার মানুষের মধ্যে। এলাকার সাধারণ মানুষ খেলা পরিচালনার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ডিওয়াইএফআই’র দিকে। ফুটবল প্রতিযোগিতার প্রাক্কালে রানাপাড়া ফুটবল মাঠে শনিবার জামালপুর ২আঞ্চলিক কমিটির উদ্যোগে আয়োজিত হলো তীর নিক্ষেপ প্রতিযোগিতা। জেলার বিভিন্ন প্রান্ত সহ জেলার বাইরেও বেশ কিছু জেলা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাকে কেন্দ্র করে এলাকার মানুষের ছিল ব্যাপক উৎসাহ। প্রচুর সাধারণ মানুষ এসে উপস্থিত হন রানাপাড়া ফুটবল মাঠে। প্রতিযোগীরা ও এলাকার সাধারণ মানুষ এই প্রতিযোগিতা আয়োজনের জন্য অভিনন্দন জানান ডি ওয়াই এফ আই এর সংগঠকদের। প্রতিযোগিতা উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি । তীর নিক্ষেপ প্রতিযোগিতা ও ডিওয়াইএফআই’র ২০ তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে একটি পত্রিকা প্রকাশিত হয় জামালপুর ২লোকাল কমিটির পক্ষ থেকে। পত্রিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন মীনাক্ষী মুখার্জি। একশোর বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন প্রতিযোগিতায়।
তীর নিক্ষেপ প্রতিযোগিতার উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি।
Comments :0