তুরস্কের রাজধানী ইস্তানবুলে শান্তি আলোচনায় যোগ দিতে এসেছেন রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিরা। ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি দেশের প্রতিনিধিদলের সঙ্গেই এসেছেন। যদিও রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন প্রতিনিধিদলে নেই। আর একে ঘিরেই আন্তর্জাতিক মহলে বিতর্ক ছড়িয়েছে।
ইউক্রেনের পক্ষে থাকা পশ্চিমী দেশগুলি রাশিয়ার বিরুদ্ধে শান্তি আলোচনাকে যথেষ্ট গুরুত্ব না দেওয়ার অভিযোগ তুলেছে। যদিও শান্তি আলোচনা আদৌ হবে কি না, অথবা কখন এবং কবে হবে তা পরিষ্কার নয়।
আপাতত মনে করা হচ্ছে তুরস্কের রাষ্ট্রপতি এরদোগন এবং রাষ্ট্রপতি জেলেনস্কির সরাসরি আলোচনার পরেই রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিদল শান্তি বৈঠকে বসতে পারেন।
ক্রেমলিন সূত্রে খবর, রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ভ্লাদিমির মেডিনস্কি। মস্কোর রাজনৈতিক মহলে রাষ্ট্রপতি পুতিনের ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি। এছাড়া ওই প্রতিনিধিদলে রয়েছেন আরও তিন জন অভিজ্ঞ কূটনৈতিক।
এর আগে চলতি সপ্তাহেই তুরস্কে শান্তি আলোচনায় পুতিনের সঙ্গে সরাসরি কথা বলার চ্যালেঞ্জ জানান জেলেনস্কি। একই সঙ্গে বলেন তুরস্কের রাষ্ট্রপতি এরদোগনের সঙ্গে দেখা করার কথাও। রাষ্ট্রপতি জেলেনস্কি ছাড়াও ইউক্রেনের প্রতিনিধিদলে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ, বিদেশমন্ত্রী আন্দ্রিল সাইবিহা এবং ইউক্রেনের রাষ্ট্রপতি দপ্তরের প্রধান আন্দ্রিয়ে ইয়ারমাক।
‘‘তিন বছরের প্রচণ্ড দুর্ভোগের পরে এবার অবশেষে অন্তত আশার একটা পথ খুলেছে,’’ বৃহস্পতিবার ইস্তানবুলে রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিদলের আশা নিয়ে পৃথক ভাবে অনুষ্ঠিত ন্যাটোর বৈঠকে জানান তুরস্কের বিদেশ মন্ত্রী হাকান ফিদান।
তিনি আরও বলেন,‘‘আমি আশা করি ইস্তানবুলে শান্তি আলোচনা থেকে নতুন পথ খুলবে।’’
কিন্তু সমস্যা তৈরি হয়েছে রাষ্ট্রপতি পুতিন বৈঠকে অনুপস্থিত থাকাকে ঘিরে। কারণ রাষ্ট্রপতি জেলেনস্কি শুধু মাত্র আলোচনার টেবিলে পুতিনের মুখোমুখি হতে চান। এই কথা জানান ইউক্রেনের রাষ্ট্রপতির বিশেষ উপদেষ্টা মিখাইলো পোডোলইয়াক।
রাতে পাওয়া একটি খবর থেকে জানা গেছে বসফোরাসে রাষ্ট্রপতি ভবনে জেলেনস্কি এবং এরদোগনের আলোচনা হতে পারে। এর আগে গত রবিবার রাষ্ট্রপতি পুতিন কোনও রকমের আগাম শর্ত ছাড়াই ইউক্রেনকে শান্তি আলোচনার প্রস্তাব দেন। কিন্তু জেলেনস্কি তাতে রাজি ছিলেন না। ইউক্রেনের রাষ্ট্রপতি গোঁ-ধরে থাকেন শান্তি আলোচনার আগে সংঘর্ষবিরতি ঘোষণা নিয়ে। পুতিন তা মানতে অস্বীকার করেন। দ্বন্দ্বের আবহে আলোচনার সময় ক্রমশ কাছে আসতে থাকে। অবশেষে ১৫ মে পূর্ব ঘোষণামত দুই বিবাদমান প্রতিবেশি দেশের প্রতিনিধিরা হাজির ইস্তানবুলে। -এপি
Russia Ukraine
ইস্তানবুলে জেলেনস্কি, পুতিনের অনুপস্থিতি ঘিরে তুঙ্গে জ্বল্পনা

×
Comments :0