Gold Biscuits

সীমান্তে সোনার বিস্কুট সহ গ্রেপ্তার দুই

জেলা

হাকিমপুর সীমান্তে উদ্ধারকৃত সোনার বিস্কুট। ছবি প্রবীর দাস।

সীমান্ত রক্ষীবাহিনীর বিরাট সাফল্য। উদ্ধার কোটি টাকা সোনার বিস্কুট। গ্রেপ্তার দুই পাচারকারী। গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে, ভারত বাংলাদেশ সীমান্তে স্বরূপনগর থানার হাকিমপুরে বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা অভিযান চালিয়ে পৃথক পৃথকভাবে দুই ব্যক্তির নিকট থেকে দশ পিস সোনার বিস্কুট উদ্ধার করে। সাথে সাথে গ্রেফতার করে ওই দুই পাচারকারীকে। বিএসএফ সূত্রে জানা যায় পাচারকারীদের মধ্যে একজনের নাম প্রদীপ কুমার বারুই অন্যজন গোপাল প্রমাণ্য। তাদের বাড়ি হাকিমপুর উত্তরপাড়ায় উদ্ধারকৃত দশটি সোনার বিস্কুটের ওজন ১ কেজি ১৬৭ গ্রাম।যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১০ লক্ষ ৯৯ হাজার ৩৩৭ টাকা। উদ্ধারকৃত সোনা সহ ওই দুই পাচারকারীকে তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা যায়। এই পাচার চক্রের সাথে আন্তর্জাতিক চক্রের যোগ আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বিএসএফ।
 

Comments :0

Login to leave a comment