Tangra Family Murder Case

ট্যাংরা কান্ডে গ্রেপ্তার বড় ছেলে

রাজ্য কলকাতা

ট্যাংরার দে পরিবারের তিন সদস্য খুনের ঘটনায় শনিবার গ্রেপ্তার হলেন পরিবারের বড় ছেলে প্রণয় দে। এদিন এনআরএস হাসপাতাল থেকে ছাড়া পেতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে শিয়ালদা আদালতে পেশ করা হলে বিচারক আগামী ৩০ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। 
ট্যাংরায় অভিজাত দে পরিবারের দুই স্ত্রীর হাতের শিরা ও গলা কেটে ও কিশোরী মেয়েকে শ্বাসরোধ করে খুনের পর নাবালক ছেলেকে সঙ্গে নিয়ে গাড়ির দুর্ঘটনা ঘটিয়ে আত্মহত্যার চেষ্টা করেন দুই ভাই প্রণয় ও প্রসূন। বাড়ির ছোট ছেলে প্রসূন দে গ্রেপ্তারির পর এখন সংশোধনাগারে রয়েছে। 
গোয়েন্দাদের তদন্তে জানা গেছে, ওই ব্যক্তিই পরিবারের তিন সদস্যকে খুন করেছে। আর ওই খুনে দাদা প্রণয় দে ভাইকে সাহায্য করেছে। তাই এদিন তাকে গ্রেপ্তার করা হলো। ওই ঘটনার পর দুই ভাই ইচ্ছাকৃত দুর্ঘটনা ঘটায়। তার জেরে দুই ভাই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে নিয়ে আসা হয় কলকাতার এনআরএস হাসপাতালে। এরপর ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে ছোট ভাই প্রসূন দে’কে গ্রেপ্তার করা হয়েছিলো। একইভাবে এদিন গ্রেপ্তার করা হয় বড় ভাইকে। 

Comments :0

Login to leave a comment