বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দারুণভাবে সূচনা করলেন ভারতের মনিকা বাত্রা এবং মানব থাক্কার। কাতারের দোহায় নাইজেরিয়ার বেলো ফতিমাকে ৪-০ ফলাফলে হারালেন মনিকা। পুরুষদের সিঙ্গেলসে নিউজিল্যান্ডের টিমোথি চয়ের বিরুদ্ধে ৪-১ ব্যাবধানে জয় পেলেন মানব। নবম সিডেড ডাবলসে মানুষ শাহ এবং দিয়া চিতালে জুটি জয় পেলেও চতুর্দশ সিডে হারল হারমিত ও যশশ্বিনী জুটি। ফরাসি জুটি থিবাউ এবং লিনার বিরুদ্ধে তৃতীয় গেম পর্যন্ত ৯-৬ ব্যাবধানে এগিয়ে ছিল হারমিতরা। কিন্তু পরবর্তী ৭ম্যাচ পয়েন্ট থেকে ৬ পয়েন্ট পায় ফরাসি জুটি। চতুর্থ গেমে ১১-৮ ফলাফলই পার্থক্য গড়ে দেয় । এছাড়াও পুরুষদের সিঙ্গেলসেও হারেন হারমিত। সাথিয়ানের সঙ্গে জুটিতে ৩-১ ফলাফলে তারা হারেন অস্ট্রেলিয়ান জুটি মলদোভান এবং ম্যাকিয়েজের কাছে।
World Table Tennis Championship 2025
বিশ্ব টেবিল টেনিসে দারুণ শুরু মনিকা মানবদের

×
Comments :0