ঘূর্ণিঝড় বিপর্যয়ের আগে ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাটের কচ্ছ উপকূল। বুধবার বিকেল ৫টার পর ভূমিকম্প হয় ওই অঞ্চলে, কম্পনের মাত্রা ছিল ৩.৫। ইনস্টিটিউট অফ সিসমোলজিক্যাল রিসার্চের দোওয়া তথ্য অণুযায়ী কম্পনের উৎসস্থল ছিল কচ্ছের ভুপৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে পশ্চিম ও দক্ষিণ পশ্চিম বাচাউ এলাকায়।
এদিকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’র জন্য কচ্ছ সহ গুজরাটের সৌরাষ্ট্র ও দ্বারকাতে লাল সতর্কতা জারি করল। বৃহষ্পতিবার বিকেলেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। গতকাল থেকেই গুজরাট রাজস্থানে ঝড়ো হাওয়ার সঙ্গে ব্যপক বৃষ্টপাত হচ্ছে। বৃহষ্পতিবার থেকে বৃষ্টির পরিমান আরও বাড়বে বলে জানা গিয়েছে। সমুদ্র উপকূলবর্তী অঞ্চল থেকে প্রায় ৫০,০০০ মানুষকে সরানো হয়েছে বলে জানিয়েছে গুজরাট প্রশাসন
Comments :0