Elephant Died

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু আলিপুরদুয়ারে

জেলা

Elephant Died


ধানের লোভে লোকালয়ে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক পূর্ণবয়স্ক হাতির। দশমীর রাতে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের উত্তর মেন্দাবাড়ি গ্রামে। স্থানীয় গ্রামবাসীরা বুধবার সকালে হাতিটির দেহ পড়ে থাকতে দেখেন।   ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছোন চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা। মৃত হাতিটির ময়নাতদন্ত করেছে বন দপ্তর। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই ধানের লোভে চিলাপাতা বনাঞ্চল থেকে বেরিয়ে হাতি হানা দিচ্ছে জঙ্গল লাগোয়া গ্রামে। মঙ্গলবার রাতেও হাতি হানা দেয় উত্তর মেন্দাবাড়ি গ্রামে। সেই সময় কোনও ভাবে হাতির শুঁড় লেগে যায় বিদ্যুতের তারে। তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায় হাতিটি।
স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, বনে পর্যাপ্ত পরিমানে খাবারের অভাব থাকায়  বনাঞ্চলের পার্শ্বস্ত গ্রাম গুলিতে প্রতি রাতেই ধানের লোভে হানা দেয় হাতির দল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতি মৃত্যুর ঘটনা বেদনাদায়ক। বনাঞ্চল লাগোয়া গ্রামগুলিতে বিদ্যুৎ দপ্তরের উচিত বিদ্যুৎ পরিবহনে কেবলতার ব্যবহার করা। নাহলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে।
 

Comments :0

Login to leave a comment