এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে পাড়ি দিচ্ছে হাতির দল। আর তার জেরে যান চলাচল ব্যাহত ১৭ নং জাতীয় সড়কে। বৃহস্পতিবার এই ছবি দেখা গেল ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের গ্রাসমোড় চাবাগানের চার নম্বর গেট সংলগ্ন এলাকায়। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ৪৫টি হাতির দল তিনটি ভাগে ভাগ হয়ে এদিন সকালে ১৭ নং জাতীয় সড়ক পার করে ডায়না জঙ্গলে ফিরে গিয়েছে।
পর্যটকদের কাছে নদী পাহাড় ও বনের সাথে নতুন আকর্ষণের কেন্দ্রবিন্দু হাতি দেখা। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের গ্রাসমোড় চা বাগানের চার নম্বর গেট সংলগ্ন এলাকায় ১৭ নং জাতীয় সড়ক এখন হাতির দেখার জন্য পর্যটকদের দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিন সন্ধ্যায় হাতির দল জাতীয় সড়ক পেরিয়ে ভুটানের দিকে যাচ্ছে। আবার ভোর হতেই ফিরে আসছে ডায়নার জঙ্গলে। এদিন সকালেও তিন দফায় হাতির দল ভুটান থেকে ফিরে ১৭ নং জাতীয় সড়ক পার করে ডায়না জঙ্গলে ফিরে গিয়েছে। হাতির দলের জাতীয় সড়ক পারাপারের সেই দৃশ্য দেখতে অনান্য দিনের মত এদিনও ভীড় জমিয়েছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকেরা। এদিন ভোর সাড়ে পাচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত ৪৫ টি হাতির দল তিনটি ভাগে ভাগ করে জাতীয় সড়ক পার করে ডায়নার জঙ্গলে ফিরে গিয়েছে। তবে অঘটন যাতে না ঘটে, সেজন্য হাতির দলটিকে পাহাড়া দিয়ে রেস্কিউ করে ডায়না রেঞ্জের বনকর্মিরা ডায়নার জঙ্গলে ফিরিয়েছে হয়েছে বলে জানিয়েছেন ডায়না রেঞ্জের রেঞ্জার অশেষ পাল।
Comments :0