প্রসূন ভট্টাচার্য, কলকাতা
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে রাজনৈতিক শক্তি হিসাবে আস্থা ও ভরসার যোগ্য হয়ে জনগণের কাছে যেতে হবে সিপিআই(এম) কর্মীদের। শনিবার সিপিআই(এম)’র কলকাতা জেলা সম্মেলনের উদ্বোধন করে একথা বলেছেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ী। তিনি বলেছেন, ফ্যাসিবাদীরা শুধু কমিউনিস্টদের নয়, কোনো প্রতিবাদীকেই রেহাই দেয় না। তাই ফ্যাসিবাদ বিরোধী লড়াইতে বন্ধু পেতে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু তার জন্য পার্টিকে জনগণের কাছে রাজনৈতিক শক্তি হিসাবে আস্থা ও ভরসার যোগ্য হতে হবে।
পার্টির শক্তিকে জনগণের দৃশ্যগোচরে আনার আহবান জানিয়ে তিনি বলেছেন, তৃণমূলকে হঠানোর জন্য যারা আগ্রহী তারা যদি বামপন্থীদের ভরসা করতে না পারে তাহলে তৃণমূলের ওপরে ক্ষোভে বিজেপি’র দিকে ঝুঁকে যাবে। আবার বিজেপি’কে ঠেকাতে আগ্রহীরা যদি বামপন্থীদের ওপরে ভরসা করতে না পারে তাহলে তারা বিজেপি’র আতঙ্কে তৃণমূলের দিকে ঝুঁকে যাবে। তৃণমূল এবং বিজেপি বিরোধী সবাইকে একজোট করে কার্যকরী লড়াই গড়ে তুলতে হলে বামপন্থীদের কার্যকর ভূমিকা পালনও করতে হবে, রাজনীতির ময়দানে নিজেদের উপস্থিতি দৃশ্যমান করতে হবে। নইলে শূন্যতার পরিস্থিতির ফায়দা তুলবে এই দুই প্রতিক্রিয়াশীল দক্ষিণপন্থীরাই।
এদিন প্রমোদ দাশগুপ্ত ভবনের অডিটোরিয়ামে সিপিআই(এম)’র ২৬ তম কলকাতা জেলা সম্মেলন শুরু হয়েছে, সম্মেলন চলবে সোমবার পর্যন্ত। সম্মেলনস্থলের নামকরণ হয়েছে কমরেড মানব মুখার্জি নগর এবং সম্মেলন মঞ্চের নামকরণ হয়েছে কমরেড লক্ষ্মীমনি ব্যানার্জি মঞ্চ। এদিন সকালে প্রথমে রক্তপতাকা উত্তোলন এবং তারপর শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে সম্মেলনের কাজ শুরু হয়। পার্টির পতাকা উত্তোলন করেন প্রবীণ পার্টি নেত্রী কনিকা গাঙ্গুলি। শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, পার্টির পলিট ব্যুরো সদস্য সূর্য মিশ্র ও রামচন্দ্র ডোম, কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, অমিয় পাত্র, শমীক লাহিড়ী সহ পার্টি নেতৃবৃন্দ। তাঁরা সম্মেলনের অধিবেশনেও উপস্থিত রয়েছেন। সম্মেলন পরিচালনা করছে রূপা বাগচী, দেবাঞ্জন চক্রবর্তী, ফৈয়াজ আহমদ, দীপু দাশ ও তরুণ ব্যানার্জিকে নিয়ে গঠিত সভাপতিমণ্ডলী।
অধিবেশনের শুরুতেই শহীদ স্মরণে প্রস্তাব এবং শোক প্রস্তাব পাঠ করেন তরুণ ব্যানার্জি। আয় ব্যয়ের হিসাব পেশ করেছেন রাহুল ভট্টাচার্য। সিপিআই(এম)’র কলকাতা জেলা কমিটির সম্পাদক কল্লোল মজুমদার খসড়া রাজনৈতিক সাংগঠনিক প্রস্তাব পেশ করেছেন। প্রতিনিধিরা তার ওপরে আলোচনাও শুরু করেছেন এদিনই।
Comments :0