JUBOSHOKTI

প্রকাশিত শারদ যুবশক্তি, পথচলা শুরু সংগঠনের নিজস্ব ওয়েবসাইটের

রাজ্য

ডিওয়াইএফআইয়ের সামাজিকমাধ্যমে চ্যানেলের প্রকাশ করছেন শহীদ পরিবারের সদস্যরা

প্রকাশিত হলো শারদ ‘যুবশক্তি’। এর সাথে ইনসাফ যাত্রা এবং আগামী ৭ জানুয়ারি ব্রিগেডের লোগো প্রকাশিত হলো মঙ্গলবার। ডিওয়াইএফআইয়ের রাজ্য দপ্তর দীনেশ মজুমদার ভবনে শারদ যুবশক্তি এবং ব্রিগেডের লোগো প্রকাশ করেন শহীদ আনিস খানের পরিবারের সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে গোটা অনুষ্ঠানটির পরিচালনা করেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা।
মঙ্গলবারের শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি বলেন, ‘‘আমাগী দিনের লড়াইয়ের বার্তা দেবে শারদ যুবশক্তি। সময় যত এগিয়েছে মানুষের বেঁচে থাকার লড়াই, রুটি রুজির লড়াই ততো তীব্র হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই আরও তীব্র করতে হবে। যারা প্রতিবাদ করছেন তাদের হাত শক্ত করে ধরতে হবে এই সময়। আর সেই কাজ করতে গেলে মগজকে আরও পুষ্ট করতে হবে।’’


গত বছর শারদ যুবশক্তি প্রকাশ করেন আনিস খানের বাবা এবং শহীদ বিদ্যুৎ মণ্ডলের মা। এবার আনিসের পরিবারের সদস্যরা প্রকাশ করলেন রাজ্য ডিওয়াইএফআইয়ের মুখপত্রের শারদ সংখ্যা। মীনাক্ষী মুখার্জি বলেন, ‘‘শহীদ হওয়া আনিস, রাজিবুল, মইদুল, মনসুর আমাদের সহযোদ্ধা। গোটা রাজ্যে বিভিন্ন প্রান্তে ডিওয়াইএফআই কর্মীরা শহীদ হয়েছেন। তাদের এগিয়ে যাওয়াটা সাদা পাতায় কালিতে তুলে ধরেছে যুবশক্তি। কাজ, শিক্ষার দাবিতে লড়াইয়ের রসদ দেব যুবশক্তি।’’
যুবশক্তির সম্পাদক কলতান দাশগুপ্ত বলেন, ‘‘১৯৬৮ সাল থেকে যুবশক্তি যুব সমাজের কথা ধারাবাহিক ভাবে প্রকাশ করে আসছে। তাদের বঞ্চনা, অধিকারের লড়াই পাতায় পাতায় ধরা হয়েছে। সমাজ পরিবর্তনের সংগ্রাম থেকে ইনসাফ পাওয়ার লড়াই লিপিবদ্ধ করে চলেছে যুবশক্তি।’’
মঙ্গলবার ডিওয়াইএফআই রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে সংগঠনের নিজস্ব ওয়েবসাইট হোয়াস্টঅ্যাপ, ইউটিউব এবং টেলিগ্রাম চ্যানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ধ্রুবজ্যোতি সাহার কথায় ইনসাফ পদযাত্রার বার্তা মানুষের কাছে তুলে ধরার জন্য এই পদক্ষেপ। তিনি বলেন, ‘‘আগামী ৩ নভেম্বর যেই ইনসাফ যাত্রা শুরু হতে চলেছে সেখানে বেকার যুবক যুবতীদের যন্ত্রণার কথা যেমন আমরা তুলে ধরবো ঠিক সেই ভাবে সাধারণ মানুষের দাবিও তুলে ধরা হবে।’’


মীনাক্ষী মুখার্জির কথায়, ‘‘যুগের সাথে তাল মিলিয়ে এই ওয়েবসাইট, সামাজিকমাধ্যমে চ্যানেলের উদ্বোধন। সামাজিকমাধ্যমকে কাজে লাগিয়ে ভুল বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে মানুষের মধ্যে। আমরা মানুষের কাছে তাদের যেই দাবি আর তা নিয়ে আমাদের যেই লড়াই সেই বার্তা পৌঁছে দেবো।’’
কলতান দাশগুপ্ত বলেন, ‘‘ওয়েবসাইট থেকে বর্তমান সময়ের লড়াই আন্দোলনের বিষব যেমন জানা যাবে, তেমন ভাবে অতীতের লড়াই আন্দোলনের কথাও থাকবে। ইজরায়েল প্যালেস্তাইন হোক বা রাশিয়া ইউক্রেন যে কোন বিষয় মতাদর্শগত ভাবে ডিওয়াইএফআইয়ের অবস্থান কি তাও উল্লেখ থাকবে। এছাড়া সংগঠনের বিভিন্ন খবর এবং যুবশক্তিতে প্রাক্তনীদের লেখাও ওয়েবসাইটে থাকবে।’’
আগামী ৭ জানুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। তাদের স্লোগান ‘যৌবনের ডাকে জনগনের ব্রিগেড’। সেই সমাবেশের আগে গোটা রাজ্য জুড়ে ইনসাফ যাত্রা করবে ডিওয়াইএফআই। ইতিমধ্যে রাজ্যের প্রতিটা জেলায় এই কর্মসূচিকে সমানে রেখে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

Comments :0

Login to leave a comment