শেষ পর্যন্ত ভাগীরথী নদীতে মামা অভ্র বসাক (১৭) এবং ভাগনা সঞ্জু বসাকের (২২) দেহ মিললো। কালনা থানার ধাত্রীগ্রামের বিবির জোল গ্রামের অভ্র বসাকের মঙ্গলবার দুপুরে দেহ মেলে কালনা নদী ঘাটে।
অন্যদিকে সোমবার সন্ধ্যায় দেহ মেলে ভাগনা সঞ্জু বসাকের রতন ইটভাটার নিকট। তার বাড়ি উত্তর চব্বিশ পরগনার বাগুইহাটিতে। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র সঞ্জু মামার বাড়িতে পুজোয় বেড়াতে এসেছিল। উল্লেখ্য ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে গত রবিবার সকাল সাড়ে নটা নাগাদ নিখোঁজ হয়ে যায় মামা-ভাগনা। তারা ঐদিন কালনার ধাত্রীগ্রামের জিবিএম ইটভাটার ঘাটে স্নান করতে গিয়ে ভাগীরথী নদীতে নিখোঁজ হয়ে যায়। ঘাটে পড়ে থাকে তাদের জুতো, গামছা এবং সাইকেল। নিখোঁজ হওয়ার পর নদীর জলে বিপর্যয় মোকাবিলা দলের ডুবুরি নামানো হয়। কিন্তু দীর্ঘক্ষন অনুসন্ধান চালিয়েও তাদের সন্ধান মেলেনি।
Comments :0