শিক্ষাকে দুর্নীতিমুক্ত করতে ২৫ জুন মঙ্গলবার শ্যামবাজার থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মহামিছিল করবে এসএফআই, এআইএসএফ, পিএসইউ, এআইএফবি। ছাত্র, শিক্ষক, অভিভাবকদের কাছে আহ্বান জানানো হয়েছে এই মিছিলে অংশ নেওয়ার জন্য। জাতীয় স্তরে ভর্তির পরীক্ষা নিয়মাক কেন্দ্রীয় সংস্থা এনটিএ বাতিলের দাবি তুলবে মহামিছিল।
ছাত্র নেতৃবৃন্দের কথায়, দুর্নীতি বন্ধ করার বদলে দুর্নীতি করার পূর্ণ ব্যবস্থা করে দিয়েছে বিজেপি সরকার। তার প্রতিবাদে হবে এই মহামিছিল। তাঁরা বলেছেন, রাজ্যের তৃণমূল সরকারও শিক্ষা এবং ছাত্রভর্তি ঘিরে দুর্নীতির আখড়া বানিয়েছে। প্রতিবাদ তারও।
শনিবারের সাংবাদিক সম্মেলনে এসফআই, পিএসইউ, এআইএসএফ, এআইএফবি নেতৃবৃন্দে দাবি, জাতীয় স্তরে পরীক্ষা কেন্দ্রীয় সংস্থা এনটিএ বাতিল করতে হবে। সেই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পদত্যাগেরও দাবিও করেন বামপন্থী ছাত্র নেতৃবৃন্দ।
এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, ‘‘সরকারি মদতে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি সামাজিক রোগে পরিণত হয়েছে। যে এনটিএ-কে নিয়ে এত বিতর্ক সেই সংস্থাকে কেন বাতিল করা হচ্ছে না? ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে কী সম্পর্ক আছে এনটিএ চেয়ারম্যানের?’’ তিনি আরও বলেন, ‘‘তাহলে কি এনটিএ-কে সবুজ সঙ্কেত দেওয়া হচ্ছে আরও দুর্নীতি করার।’’
ইতিমধ্যে গোটা দেশে এনটিএ বাতিল এবং শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে পথে নেমেছে এসএফআই সহ বিভিন্ন ছাত্র সংগঠন।
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। নিট, নেট বিতর্ক নিয়ে কোন কথা বলতে শোনা যায়নি তাকে। উল্টে নিট দুর্নীতি নিয়ে কুরুচিকর সাম্প্রদায়িক মন্তব্য করেছেন সুকান্ত।
দেবাঞ্জন বলেন, ‘‘নিট, নেট দুর্নীতি নিয়ে সুকান্ত মজুমদার চুপ। উলটে আলা আমিন মিশনের মতো একটি সংস্থাকে নিয়ে কুরুচিকর সাম্প্রদায়িক মন্তব্য করেছেন তিনি। এসএফআই যেদিন বললো এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষমা চাইতে হবে তার পর থেকেই তিনি পালিয়ে বেড়াচ্ছেন।’’
উল্লেখ্য ছাত্র বিক্ষোভের মুখোমুখি হতে পারেন এই আশঙ্কায় শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে শুক্রবার যাননি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
SFI
এনটিএ বাতিলের দাবিতে ২৫ জুন ছাত্রদের মহামিছিল কলকাতায়
×
Comments :0