Sikkim land slide

ধসের কারণে সিকিমে বিপর্যস্ত সড়ক পরিষেবা

জাতীয়

প্রবল বৃষ্টি তার সাথে ধস। যার জেরে সিকিমের একটি অংশের জন জীবন বিপর্যস্ত। ধসের কারণে নাথুলা পাস সহ বন্ধ একাধিক রাস্তা। প্রশাসন সূত্রে খবর শুক্রবারের মধ্যে রাস্তা স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। শুক্রবার সকালে ধসের কারণে জহর লালা নেহেরু রোড সহ প্রায় ৯ মাইল রাস্তা বন্ধ রয়েছে। যার জন্য নাথুলা পাস যাওয়ার রাস্তা যেমন বন্ধ রয়েছে তেমন গ্যাংটক থেকে বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাওয়ার রাস্তাও বন্ধ রয়েছে।


এই পরিস্থিতি সিকিমের পর্যটন দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে রাস্তা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং আবহাওয়ার কোন উন্নতি না পর্যন্ত কোন পর্যটকদের পাস দেওয়া হবে না। 


সিকিম প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে রাফুঙ খোলা এবং লাঙথে খোলার রাস্তা প্রবল বৃষ্টির কারণে সম্পূর্ন ভাবে ধুয়ে গিয়েছে। এর পাশাপাশি বৃষ্টির কারণে উত্তর সিকিমের মানগান এবং ছুঙথাঙে যোগাযোগ ব্যাবস্থা সম্পূর্ন ভাবে নষ্ট হয়ে গিয়েছে। 
ভূমি ধসের কারণে পর্যটন কেন্দ্র লাচুঙ এবং লাচেন যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। সিকিম প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তিন থেকে চার দিনের আগে রাস্তার পরিষেবা কোন ভাবে স্বাভাবিক হবে না।

Comments :0

Login to leave a comment