Delhi flood

জল ছাড়ছে হরিয়ানা, যমুনার জলে প্লাবিত দিল্লি

জাতীয়

সমস্ত রেকর্ড ভেঙে বিপদ সীমার ওপর থেকে বইছে যমুনার জল। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ২০৮.৬ মিটার ওপর থেকে বইছে যমুনার জল। নিচু এলাকাগুলি দুদিন আগেই তলিয়ে গেছে জলের নিচে। বুধবার রাত থেকে শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হতে শুরু করেছে। এই পরিস্থিতিতে স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জল জমে যাওয়া দিল্লি শহরের তিনটি পানীয় জল পরিশোধনাগার বন্ধ রাখা হয়েছে। সাধারণ মানুষের আশঙ্কা এর ফলে জলের ঘাটতি দেখা দিতে পারে। 

দিল্লির লাল কেল্লার কাছে বুক সমান জল জমে গিয়েছে। কেন্দ্রীয় জল কমিশন দিল্লির বর্তমান অবস্থাকে ‘ভয়ঙ্কর পরিস্থিতি’ হিসেবে চিহ্নিত করেছে। যমুনায় জোয়ার আসলে আরও বাড়বে জলস্থর। মনাস্ট্রি মার্কেট, যমুনা বাজার, কাশ্মীরি গেট, গারহি মান্ডু, গীতা ঘাট, বিশ্বকর্মা কলোনি, কাদ্দা কলোনি সহ প্লাবিত বহু অংশ। জল জমার কারণে মুনার তিরে অবস্থিত গীতা কলোনী শশ্মানঘাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি পৌরসভা। গীতা ঘাটের পরিবর্তে করকরদুমা ও গাজিপুর শশ্মানঘাট ব্যবহারের নির্দেশ দিয়েছেন তারা। এদিকে হরিয়ানায় লাগাতার বৃষ্টির জেরে প্লাবিত সে রাজ্যেরও বহু এলাকা। ফলে যমুনার জল ছাড়া হচ্ছে হাতিকুন্ড ব্যারেজ থেকে। যার জেরে আরও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে দিল্লিতে।

Comments :0

Login to leave a comment