বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের। উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার বিহারী গ্রামের ঘটনা। আটপুকুরের বাসিন্দা মৃত যুবক নাজবুল হোসেন(৩৩)। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে শুরু হয়েছে পুলিশি তদন্ত। শুক্রবার হবে মৃতদেহটির ময়নাতদন্ত। এমনটাই জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
পুলিশ সূত্রে এও জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকাল ৫টা নাগাদ বৃষ্টির হাত থেকে বাঁচতে নাজমুল আশ্রয় নেয় স্থানীয় এক ব্যক্তির বাড়ির সামনে। সেখানে পড়ে থাকা মোটরের তারে হাত দিতেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে স্হানীয়দের অনুমান। গ্রামবাসীরা তাঁকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত বলে ঘোষণা করে।
Comments :0