সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলার বদলে প্রশাসনিক মদতে বিভাজনের নীতি বিজেপি শাসিত হরিয়ানায়। হরিয়ানার তিনটি জেলা জুড়ে ১৪টি গ্রাম সম্মিলিতভাবে পুলিশ ও জেলা প্রশাসনকে চিঠি দিয়ে তাদের "মুসলিম সম্প্রদায়ের সদস্যদের বয়কট করার" সিদ্ধান্তের কথা জানিয়েছে। হরিয়ানায় সাম্প্রতিক সাম্প্রদায়িক হিংসার পর ১৪টি গ্রাম পঞ্চায়েত এই সিদ্ধান্ত নিয়েছে। ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে জনগণের ভোটে জেতা কোনো গণতান্ত্রিক সংস্থার এই আনুষ্ঠানিক সিদ্ধান্ত ভারতে নজির বিহীন।
১৪টি গ্রাম মহেন্দ্রগড়, ঝাজ্জার এবং রেওয়ারি থেকে, যেগুলি ৩১ জুলাই বিশ্ব হিন্দু পরিষদের ধর্মীয় মিছিল থেকে শুরু হওয়া সাম্প্রদায়িক সংঘর্ষে ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে। নুহ থেকে শুরু হওয়া হিংসা অন্যান্য জেলায় ছড়িয়ে পড়ায় ছয়টি প্রাণ গেছে এবং সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। পঞ্চায়েতগুলি "মুসলিম সম্প্রদায়ের লোকেদের বাড়ি এবং দোকান ভাড়া না দেওয়ার" সিদ্ধান্ত নিয়েছে এবং একটি চিঠির মাধ্যমে হরিয়ানার কর্তৃপক্ষকে অবহিত করেছে।
হরিয়ানা পুলিশ সংঘর্ষের সূত্রপাত ও পরিচালনার জন্য অভিযুক্ত ২১৫ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে।
Comments :0