ISRAEL PALESTINE CONFLICT

যুদ্ধবিরতি ও বন্দী বিনিময়ের মধ্যেই গুপ্তচর সন্দেহে পিটিয়ে খুন

আন্তর্জাতিক

শনিবার ভোরে পশ্চিম তীরের একটি শরণার্থী শিবিরে ইজরায়েলের দুই সন্দেহভাজন গুপ্তচরকে দলবদ্ধ পিটুনি দিয়ে হত্যা করা হয়। অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে, বৈদ্যুতিক খুঁটিতে ঝুলিয়ে মারার আগে জনতা তাদের দেহগুলি লাথি মেরে রাস্তা দিয়ে টেনে নিয়ে যায়। ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে এই ঘটনা ঘটেছে।
গত ৬ নভেম্বর তুলকারেম শরণার্থী শিবিরে ইজরায়েলি নিরাপত্তা বাহিনীকে সহায়তা করার জন্য দুই প্যালেস্তিনীয়কে অভিযুক্ত করে স্থানীয় একটি সন্ত্রাসী গোষ্ঠী। প্যালেস্তাইনের এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেন, শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে তিনজন গুরুত্বপূর্ণ সন্ত্রাসবাদীকে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন- হামজা মুবারক (৩১) ও আজম জুয়াবরা (২৯)।
মৃত্যুদণ্ড কার্যকরের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে, যেখানে জনতাকে ধৃতদের গালিগালাজ করতে শোনা যায়। একটি ফুটেজে দেখা যায়, ওই ব্যক্তিরা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হয়ে কাজ করার কথা স্বীকার করছে।
তবে হামাস বা আইডিএফ কেউই মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

Comments :0

Login to leave a comment