paris olympic

ক্ষয়িষ্ণু পদকে বিতর্কের মুখে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি

খেলা

paris olympic  manu bhaker ছবি প্রতিকী

 

বিশ্বের সেরা ক্রীড়াপ্রতিযোগিতা অলিপম্পিক।যাকে ' গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ ' বলা হয়।বিশ্বের সমগ্র দেশের ক্রীড়াবিদদের কাছেই এই প্রতিযোগিতার পদকের মূল্য অনেক বেশি।তবে এবার বিতর্ক দানা বেঁধেছে অলিম্পিকের পদক নিয়ে। ক্ষয় হতে শুরু করেছে ২০২৪ প্যারিস অলিম্পিক ও প্যারালিম্পিকের পদকগুলি। অলিম্পিক ও প্যারালিম্পিক মিলিয়ে মোট ১০০জন এথেলিটিরা এই ব্যাপারে অভিযোগ জানিয়ে পদক পরিবর্তনের দাবি জানিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা ইন্টারন্যাশন্যাল অলিম্পিক কমিটির কাছে ( IOC )।যার মধ্যে রয়েছেন মানু ভাকের, মার্কিন যুক্তরাষ্ট্রের স্কেটবোর্ড খেলোয়াড় নাইজাহ হাউস্টন ,ফরাসি সাঁতারু ক্লেমেন্ট সেচ্চি ও ইউহান নাডোইয়ে।এছাড়াও ড্যানিশ ব্যাডমিন্টন খেলোয়াড় ভিক্টর এক্সেলেসেন ২০২০ তে টোকিও ও ২০২৪ এ প্যারিসে স্বর্ণপদক জিতেছিলেন। তিনিও বলেছেন যে ,প্যারিসের পদকটির থেকে টোকিওর পদকটি অনেক বেশিই উজ্জ্বল দেখাচ্ছে। অলিম্পিক শুরু হওয়ার প্রায় ১৫মাস আগেই বিতর্ক শুরু হয়েছিল এই পদক নিয়ে।অন্যতম বড় ক্লায়েন্ট বিখ্যাত চাইনিজ টেলিকম সংস্থা হুয়াউই প্রায় ১,২০০০০ পদক ফিরিয়ে দিয়েছিল এই একই কারণে।এর কারণ হিসেবে যে ব্যাপারটি উঠে আসছে তাহল এই পদকগুলিতে ভার্সনিশ উপাদান,ক্রোমিয়াম ট্রিঅকসাইডের অভাব।এই দুটি অন্যতম প্রধান উপাদান ইউরোপিয়ান কতৃপক্ষের থেকে ব্যান হওয়ার দরুণই এই পদকগুলি ক্ষয় হতে শুরু করেছে।ফ্রান্সের লিওনের একটি সংস্থা এই ব্যাপারে কাজ করা শুরু করে দিয়েছে এবং যত দ্রুত সম্ভব এই পদকগুলি পরিবর্তনের ব্যাপারে একটি দীর্ঘমেয়াদী সমাধান সূত্র বের করার চেষ্টা করছে।  

 

Comments :0

Login to leave a comment