2025 Asian Table Tennis Championship

অক্টোবরে শুরু এশিয়ান টেবিল টেনিস প্রতিযোগিতা

খেলা

আগামী অক্টোবরের ১১ তারিখ থেকে শুরু হতে চলেছে এশিয়ান টেবিল টেনিস প্রতিযোগিতা। মোট ২২টি দেশ অংশ নেবে এই প্রতিযোগিতায়। ৫০০-র ও বেশি প্রতিযোগিকে দেখা যেতে পারে এশিয়ান টেবিল টেনিস প্রতিযোগিতায়। সেই ২০০৯-র ১৬বছর পর ভারতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। চীন , জাপান , কোরিয়ার মত শক্তিধর দেশগুলি পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ১০জন সদস্যের দল আনতে চলেছে এই প্রতিযোগিতায়। আগামী ২০২৬এ লন্ডনে বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবেই সকলে দেখছেন এই প্রতিযোগিতাকে। এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলাদের বিভাগ মিলিয়ে মোট ১২জন করে জায়গা থাকবে । শীর্ষ তিন দল ছাড়া বাকি দলগুলি যোগ্যতা অর্জনের জন্য লড়াই করবে। ভুবনেশ্বরের কলিং স্টেডিয়ামে হবে এই প্রতিযোগিতা। আগামী ১৩অক্টোবর এআইটিটিউ বা AITTU ( এশিয়ান টেবিল টেনিস উনিয়ন ) -র কর্তারা প্রতিযোগিতা চলাকালীনই আসবেন এশিয়ার পরবর্তী রোডম্যাপ এবং উন্নয়নের ব্যাপারে আলোচনা করতে।    

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন