আগামী অক্টোবরের ১১ তারিখ থেকে শুরু হতে চলেছে এশিয়ান টেবিল টেনিস প্রতিযোগিতা। মোট ২২টি দেশ অংশ নেবে এই প্রতিযোগিতায়। ৫০০-র ও বেশি প্রতিযোগিকে দেখা যেতে পারে এশিয়ান টেবিল টেনিস প্রতিযোগিতায়। সেই ২০০৯-র ১৬বছর পর ভারতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। চীন , জাপান , কোরিয়ার মত শক্তিধর দেশগুলি পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ১০জন সদস্যের দল আনতে চলেছে এই প্রতিযোগিতায়। আগামী ২০২৬এ লন্ডনে বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবেই সকলে দেখছেন এই প্রতিযোগিতাকে। এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলাদের বিভাগ মিলিয়ে মোট ১২জন করে জায়গা থাকবে । শীর্ষ তিন দল ছাড়া বাকি দলগুলি যোগ্যতা অর্জনের জন্য লড়াই করবে। ভুবনেশ্বরের কলিং স্টেডিয়ামে হবে এই প্রতিযোগিতা। আগামী ১৩অক্টোবর এআইটিটিউ বা AITTU ( এশিয়ান টেবিল টেনিস উনিয়ন ) -র কর্তারা প্রতিযোগিতা চলাকালীনই আসবেন এশিয়ার পরবর্তী রোডম্যাপ এবং উন্নয়নের ব্যাপারে আলোচনা করতে।
2025 Asian Table Tennis Championship
অক্টোবরে শুরু এশিয়ান টেবিল টেনিস প্রতিযোগিতা

×
মন্তব্যসমূহ :0