বাস খাদে পড়ে মৃত্যু হলো ৩ যাত্রী। আহত হয়েছেন আরও ৪৩ যাত্রী। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চে এই দুর্ঘটনা হয়।
প্রশাসন জানিয়েছে গনি থেকে মেন্ধের গ্রামে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারান চালক। বাস খাদে পড়ার শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। বরাবরের মতো তাঁরাই উদ্ধারে নেমে পড়েন। পরে পুলিশ, সিআরপিএফ এবং সেনা পৌঁছে হাত লাগায় উদ্ধারে।
নিহতদের মধ্যে ৪৫ বছরের মহম্মদ মজিদ, ৫৫ বছরের শাকিলা বেগম গনি গ্রামের এবং কসবলরি।
মেনধারের ব্লক মেডিক্যাল অফিসার আসফাক চৌধুরী জানিয়েছেন আহত ৫ যাত্রীর আঘাত গুরুতর থাকায় পাঠানো হয়েছে জম্মুর সরকারি হাসপাতালে।
Bus Accident
জম্মুতে বাস খাদে পড়ে মৃত ৩ যাত্রী

×
Comments :0