পাঞ্জাবে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রী বোঝায় বাস। ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অন্তত ৩৫ জন। দুর্ঘটনার পর ঘটনা স্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার বিকেলে পাঞ্জাবের ভাটিন্ডার তালওয়ান্ডি সাবো রোডের জীবন সিং ওয়ালা গ্রামের কাছে বেসরকারি বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
এদিন যাত্রীদের নিয়ে একটি ৫২আসনের বেসরকারি বাস সরদুলগড় থেকে ভাটিন্ডার উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি তালওয়ান্দি সাবো থেকে জীবন সিংওয়ালা গ্রাম থেকে কিছুটা দূরে ভাঙ্গিবন্দর পাশে একটি খাদে পড়ে যায়। বাসে থাকা ৮ জন ঘটনাস্থলেই মারা যান এবং আরো প্রায় ৩৫ জন যাত্রী গুরুতর আহত হন। সকাল থেকে বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল ছিল। সেই কারণে চালক বাসটিকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় অনুমান পুলিশের।
বাসটি পড়ে যাওয়ার পরে চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে জেলা পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌছে আহতদের বাস থেকে বের করে আনার কাজ শুরু করে। ঘটনার খবর পাওয়া মাত্রই আশেপাশের লোকজন প্রথমে সাহায্যের জন্য সেখানে পৌঁছায়। এর পরে এনডিআরএফ দলও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আটজন নিহতসহ আরো প্রায় ৩৫ জন আহত যাত্রীকে বের করে আনা হয়। আহতদের দ্রুত নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় বাসের চালকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছান। গোটা পরিস্থিতি খতিয়ে দেখে দুর্ঘটনার তদন্ত শুরু করে। জেলা শাসক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সেই সঙ্গে আহত ও নিহতদের পরিবারকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।
স্থানীয়দের বক্তব্য রেলিং ছিল না ওই সেতুতে। দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু কাজ হয়নি। রেলিং থাকলে হয়তো দুর্ঘটনা এড়ানো যেত। বৃষ্টির কারণেই দুর্ঘটনা নাকি চালকের গাফিলতি, সবকিছু খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
bus accident in Punjab
পাঞ্জাবে বাস দুর্ঘটনায় মৃত ৮
×
Comments :0