Leopard attack

চলন্ত বাইকে চিতাবাঘের হামলা, জখম যুবক

জেলা

ডুয়ার্সে সন্ধে নামলেই বাড়ছে চিতাবাঘ আতঙ্ক। ফের চা বাগান এলাকায় চিতাবাঘের হামলায় জখম হলেন এক যুবক। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের বড়দিঘি চা বাগান থেকে বাতাবাড়ি ফার্ম বাজার সংযোগকারী রাস্তায়।
আক্রান্ত যুবকের নাম সঞ্জয় ঠাকুর। তিনি বড়দিঘি চা বাগানের বাসিন্দা এবং পেশায় ক্ষৌরকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সঞ্জয় ধীর গতিতে নিজের বাইক চালিয়ে বড়দিঘি থেকে বাতাবাড়ি ফার্ম বাজারের দিকে যাচ্ছিলেন। চা বাগানের নির্জন রাস্তায় আচমকাই ঝোপের আড়াল থেকে একটি বিশালকায় চিতাবাঘ বেরিয়ে এসে তাঁর চলন্ত বাইকের উপর ঝাঁপিয়ে পড়ে।
হঠাৎ এই হামলায় ঘাবড়ে না গিয়ে চরম সাহসিকতার পরিচয় দেন সঞ্জয়। বাইকের গতি না কমিয়েই তিনি বাঁ পা দিয়ে চিতাবাঘটিকে লাথি মারেন। পাল্টা চিতাবাঘও তাঁর পায়ে থাবা বসায়। যুবকের প্রতিরোধে টিকতে না পেরে চিতাবাঘটি ফের চা বাগানের ঝোপে ঢুকে পড়ে।
রক্তাক্ত অবস্থায় সঞ্জয় বাতাবাড়ি ফার্ম বাজারে পৌঁছালে এলাকার শিক্ষক পারসরাম মাহালি তাঁকে উদ্ধার করেন। দ্রুত তাঁকে বাইকে করেই চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। পরে বাগানের অ্যাম্বুল্যান্সে করে তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
ঘটনার পরে আতঙ্কিত সঞ্জয় ঠাকুর জানান, “দীর্ঘদিন এই রাস্তায় যাতায়াত করলেও এমন পরিস্থিতির মুখোমুখি কখনও হইনি। চলন্ত বাইকে চিতাবাঘের হামলা হবে ভাবতেই পারিনি।”
এই ঘটনার জেরে বড়দিঘি চা বাগান ও সংলগ্ন এলাকায় তীব্র চিতাবাঘ আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা বন দপ্তরের নজরদারি বাড়ানো এবং এলাকায় খাঁচা পাতার দাবি জানিয়েছেন।

Comments :0

Login to leave a comment