ASIA CUP 2025

এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ

খেলা

শনিবার এসিসি বা ACC ( এশিয়ান ক্রিকেট কাউন্সিল ) -র পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে আসন্ন এশিয়া কাপের দিনক্ষণ।  আগামী ১৪সেপ্টেম্বর দুবাইয়ে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ৯ সেপ্টেম্বর শুরু হবে এই প্রতিযোগিতা। প্রথম ম্যাচে আবু ধাবিতে নামবে আফগানিস্তান ও হং কং । ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির ( UAE ) বিরুদ্ধে। পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে নামবে ১২সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে। ১৪সেপ্টেম্বর দুই দলই খেলবে নিজেদের দ্বিতীয় ম্যাচ। গ্ৰুপ ' এ ' তে রয়েছে ভারত , পাকিস্তান , সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান। গ্ৰুপ ' বি ' তে রয়েছে বাংলাদেশ , শ্রীলংকা , হং কং ও আফগানিস্তান। দুটি গ্রুপ থেকে মোট দুটি করে দল উঠবে সেমিফাইনাল বা সুপার ফোরে। তবে এই পর্বের ম্যাচে ফরম্যাটটা একটু আলাদা। মোট চারটি দল সবাই খেলবে একে ওপরের বিরুদ্ধে । ২০ সেপ্টেম্বর থেকে ২৬সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই পর্বের লড়াই। ২৮ সেপ্টেম্বর ফাইনাল হবে দুবাইয়ে।

Comments :0

Login to leave a comment