Behala rape protest

ধর্ষণে অভিযুক্ত প্রভাবশালীকে ধরতে হবে, মিছিল বেহালায়

কলকাতা

বুধবার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির মিছিল বেহালায়।

বেহালায় ১৩০ নম্বর ওয়ার্ডে ৫  মার্চ দলবদ্ধ ধর্ষণে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের ছেলে। পুলিশ আড়াল করছে তাকে। এই অভিযুক্তকে ধরার দাবিতে মিছিল করল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি।

সংগঠনের কলকাতা জেলা কমিটি জানতে পেরেই ঘটনায় হস্তক্ষেপ  করে। আক্রান্তের বাড়ি ও  থানায় যায়।

 বুধবার প্রতিবাদ মিছিলের পর সংক্ষিপ্ত পথসভা হয়। 

সভায়  সভাপতিত্ব করেন  কলকাতা জেলা সভাপতি পারমিতা সেন, বক্তব্য রাখেন সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষ, কলকাতা জেলা সম্পাদক সমিতা হর চৌধুরী, রাজ্য সহ সম্পাদক দীপু দাস ও বেহালার  মৌসুমী চ্যাটার্জি।  দলদাস পুলিশের ভূমিকার তারা  তীব্র সমালোচনা করেন।

 তাঁরা হুঁশিয়ারি  দেন  যে পুলিশ  প্রশাসন যদি সঠিক তদন্ত করে দোষীকে শাস্তি  না দেয়, বা আড়াল করার চেষ্টা  করে, তৃনমূল যদি অন্যায় ভাবে প্রভাব খাটানোর চেষ্টা  করে তাহলে বৃহত্তর  আন্দোলনের  পথে যাবেন।

Comments :0

Login to leave a comment