Sulakshana Pandit

প্রখ্যাত অভিনেত্রী গায়িকা সুলক্ষণা পণ্ডিত প্রয়াত

জাতীয়

৭০ এবং ৮০ এর দশকে বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করা প্রবীণ অভিনেত্রী এবং গায়িকা সুলক্ষণা পণ্ডিত বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তাঁর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি, তবে জানা গেছে যে তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তার মৃত্যুতে অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন।
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি গানেও পারদর্শী ছিলেন তিনি। ৭০ এবং ৮০ এর দশকের একজন সুপরিচিত অভিনেত্রী এবং গায়িকা ছিলেন। সুলক্ষণা পণ্ডিত
১৯৫৪ সালের ১২ জুলাই ছত্তিশগড়ের রায়গড়ে জন্মগ্রহণ করেন। নয় বছর বয়সে গান গাওয়া শুরু করেন। ১৯৬৭ সালে প্রথমবারের মতো একটি চলচ্চিত্রের জন্য গান গেয়েছিলেন।  ১৯৬৭ সালের তকদির চলচ্চিত্রে লতা মঙ্গেশকরের সাথে তার 'সাত সমন্দর পার সে' গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। ১৯৭৬ সালে, তিনি 'সংকল্প' চলচ্চিত্রের 'তু হি সাগর তু হি কিনারা' গানের জন্য ফিল্মফেয়ার পুরষ্কার পান।
সেই সময়ে তিনি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাবও পেতে শুরু করেন। ১৯৭৫ সালে উলঝান চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন।

Comments :0

Login to leave a comment