কলকাতার সমস্ত ''রুফটপ ক্যাফে'' বন্ধের নির্দেশ দিয়েছিলো কলকাতা পৌরসভা। শুক্রবার সাংবাদিক বৈঠকে করে একথা জানিয়ে ছিলেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। সেই নির্দেশ মত প্রথমে রেস্তোরাঁর মালিকদের তা বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে। শুক্রবার রাত থেকেই অভিযানে নেমেছে পৌরসভা।
কলকাতা সংলগ্ন এলাকায় একের পর এক আগুন লাগার ঘটনা ঘটছে। যার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, ছাদ বন্ধ কিংবা খোলা জায়গা ঘিরে রেস্তরাঁ, গুদাম। যার ফলে মানুষ আটকে পরছে। ফিরহাদ হাকিম বলেন, "কলকাতায় ছাদ ঘিরে কিছু করা যাবে না। ছাদ কমন স্পেস। ফলে আজ থেকে ছাদ ঘিরে তৈরি সব রেস্তোরাঁ বন্ধ। ঘিরে ফেলা অংশ ভেঙে ফেলা হবে।"
কলকাতা পৌরসভার পৌর কমিশনার ধমল জৈনকে নির্দেশিকা জারি করতে বলা হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী শুক্রবার রাত থেকেই বিভিন্ন রেস্তরাঁতে অভিযান করছে কলকাতা পৌরসভা। কলকাতা কর্পোরেশন বিল্ডিং আইন অনুসারে কোনও ভাবেই সিঁড়ি বা নিচের তলার অংশ ও ছাদ ঘিরে কিছু করা যায় না। কিন্তু একের পর এক জায়গায় দেখা গিয়েছে এই আইনকে কোন গুরুত্ব দেওয়া হয়নি। আর এর বিরুদ্ধে কার্যত কোনও পদক্ষেপ নিতে দেখায় যায়নি পৌরসভা বা পুলিশকে। গত মঙ্গলবার মেছুয়া বাজারের কাছে একটি হোটেলে আগুন লাগে। ১৪ জনের মৃত্যু হয় এই ঘটনায়। একধিক অনিয়ম সামনে আসে ঘটনার পর।
শনিবার বিধাননগর পৌরসভাও একই নির্দেশিকা জারি করেছে। বিধাননগর পৌরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী স্থানীয় কাউন্সিলারদের রেস্তরাঁ গুলির তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন।
Rooftop Cafe
কলকাতার পর বিধাননগর বন্ধ হচ্ছে ''রুফটপ ক্যাফে'', অভিযান শুরু পৌরসভার

×
Comments :0