CHANADRAYAAN 3

ভিডিও: এখনও পর্যন্ত সব ঠিকঠাক চন্দ্রযানের, জানালো ইসরো

জাতীয়

নির্ধারিত সময় সন্ধ্যে ৬টা ০৪। চাঁদের মাটি ওই সময়েই ছোঁওয়ার কথা চন্দ্রযান-৩’র। তার ঘন্টাখানেক আগে ইসরো জানাচ্ছে এখনও পর্যন্ত সব ঠিকঠাক। কোনও সমস্যা দেখা যাচ্ছে না। 

দেশ তো বটেই, বিশ্বেও আগ্রহের পারদ তুঙ্গে। বিজ্ঞানের সঙ্গে চলছে বাণিজ্যও। বুধবার শেয়ার বাজারে ভারতের বিভিন্ন মহাকাশ সংস্থার শেয়ার লেনদেনের অঙ্ক ২.৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে। একদিনেই প্রায় ২০ হাজার কোটি টাকার মূলধন বাজার থেকে কামিয়ে নিয়েছে বিভিন্ন বেসরকারি সংস্থা। 

ইসরো জানিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুর ৩০ কিলোমিটার কাছে পৌঁছালেই শুরু হবে চাঁদে নামার প্রক্রিয়া। চাঁদের অভিকর্ষ বল টানতে থাকবে চন্দ্রযানকে। আর সেই বলের সঙ্গে লড়াই করে গতি সমানে কমাতে থাকবে চন্দ্রযান। না হলে চাঁদের বুকে আছড়ে পড়বে যান। যেমন চন্দ্রযান-২’র বেলায় হয়েচিল চার বছর আগে। অতি সদ্য রাশিয়ার ‘লুনা-২৫’ ঠিক এভাবেই আছড়ে পড়েছে চাঁদের মাটিতে। বিকেল ৫টা ৪৭ থেকে ৬টা ০৪ পর্যন্ত তাই রুদ্ধশ্বাস অপেক্ষা। 

ইসরো জানাচ্ছে, স্বয়ংক্রিয় অবতরণ ব্যবস্থা বা অটোম্যাটিক ল্যান্ডিং সিস্টেম বা (এএলএস) নামাবে ল্যান্ডিং মডিউল (এলএম)-কে। এই অবতরণ মডিউলে রয়েছে ল্যান্ডার বিক্রম। বিক্রম নামলে তা থেকে ঢালু ধাতব পাত ব্যবস্থা করে দেবে রোভার প্রজ্ঞানকে নামার। 

দক্ষিণ মেরুতে জলের বরফ পাওয়া যাবে বলেই আগ্রহ এই অঞ্চল ঘিরে। এর আগে চাঁদে যান নামাতে পেরেছে কেবল তিন দেশ- চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। তবে সরাসরি দক্ষিণ মেরুতে নামেনি কারও যান। আমেরিকার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা এবং ইউরোপীয় ইউনিয়নের ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইসরোর সঙ্গে নিয়ত যোগাযোগে রয়েছে। অবতরণ প্রক্রিয়া এবং তার পরও সমন্বয় চলবে। 

চাঁদের মাটি বিশ্লেষণ করা দেখা হবে কোন ধরনের ধাতু রয়েছে। কী অবস্থায় রয়েছে। তবে সসব পরের কথা আপাতত নজরে ভারতীয় সময় পৌনে ছটা থেকে ছটা বেজে চার মিনিট। দেশের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মাও জানিয়েছেন, দম আটকে বসে রয়েছেন ওই মিনিট কুড়ির জন্য। বসে রয়েছে দেশবাসী। 

Comments :0

Login to leave a comment