পৌরসভা একাধিক ওয়ার্ডে বেহাল রাস্তা। তিন বছরেও মেরামতি হয়নি ঘাটাল পৌরসভার একধিক ওয়ার্ডে। ১ নম্বর ওয়ার্ডের হরিশপুর মৌজায় ৩ কিলোমিটার রাস্তা বেহাল। এলাকার মানুষের মধ্যে সঞ্চারিত হচ্ছে তীব্র ক্ষোভ। এই ওয়ার্ডের পাশাপাশি আরেও ৩টি ওয়ার্ড সহ দুইটি গ্রামপঞ্চায়েত এলাকা মিলিয়ে ৩২টি মৌজার মানুষ নাজেহালে। ক্ষোভ উগরে দিয়ে এলাকার মানুষরা জানাচ্ছেন, "ঘাটাল পৌরসভার মধ্যে এমন গুরুত্বপূর্ণ রাস্তা যদি এমন হয়, তাহলে গ্রামগুলির রাস্তার দৃশ্য দেখলে যে কেউ চমকে উঠবেন। এলাকার মানুষ দাবি সাইকেল বা মোটর সাইকেল চেপে তো দূরের কথা, হেঁটে চলাই নাভিশ্বাস উঠছে পথ চলতি মানুষজনের। একমাত্র যোগাযোগের নির্ভরশীল রাস্তা গত তিন বছর ধরে বেহাল। পৌরসভার ১,২,৭,৮ ওয়ার্ডের মধ্য দিয়ে যোগাযোগকারী এই রাস্তা। এই রাস্তা দিয়ে ঘাটাল ব্লকের আরও দুইটি গ্রামপঞ্চায়েত কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র পথ।
গত বছর বর্ষার সময় থেকে এই রাস্তার অবস্থা আরও খারাপ হয়েছে। রাস্তা মেরামতের দাবী বারেবারে জানিয়ে মেলেনি প্রতিকার। ঘাটাল মাস্টার প্লানের প্রচারে বারে বারে প্রসাশনিক সভা নিয়ে মেতে থাকছে সরকার। এলাকার মানুষ বলেন, "যারা একটা রাস্তা মেরামত করতে পারে না। হানাপড়া নদী বাঁধ মেরামত করতে পারেনা। তাঁরা ঘাটাল মাস্টার প্ল্যান প্রচারে করে সামনের ভোট বৈতরনী পার হওয়ার মত্ত।" ৫০০ কোটি টাকা বরাদ্দ ঘোষনা করলেও আজ সাত মাসে সেই মাস্টার প্ল্যানের ডিপিআর এখনো প্রকাশ করতে পারেনি বলে কটাক্ষ করেন স্থানীয়রা।
Ghatal
৩ বছরেও মেরামত হয়নি রাস্তা, ক্ষোভ ঘাটাল পৌরসভা একাধিক ওয়ার্ডে

×
Comments :0